অন্যান্য অনগ্রসর শ্রেণির সদস্যদের পাশাপাশি রাজ্যের অধিবাসী সংখ্যালঘু শ্রেণির প্রতিনিধিদের ওবিসি শংসাপত্র প্রদানের পূর্ণ অধিকার আছে রাজ্য সরকারের৷ তারপরেও কীভাবে কলকাতা হাইকোর্ট ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করল? সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকার৷
সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাই এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চের শুনানি পর্বে এই প্রশ্নই তুললেন রাজ্য সরকারের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী কপিল সিবাল৷ এই প্রসঙ্গেই তাঁর সওয়াল, এখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা হয়নি৷ অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়েছে৷ ঘটনাচক্রে অনেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা ওবিসি শংসাপত্র পেয়েছে৷ হাইকোর্ট বলেছে, রাজ্যের কোনও অধিকার নেই এইভাবে ওবিসি শংসাপত্রের মাধ্যমে সংরক্ষণ প্রদান করার৷ এটা কী করে হয়? রাজ্য সরকার যা করেছে, তা পুরোপুরি আইন মেনে করা হয়েছে৷