Friday, August 22, 2025

ওবিসি মামলা: ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়নি, সাফ জানাল‌ সুপ্রিম কোর্ট

Date:

অন্যান্য অনগ্রসর শ্রেণির সদস্যদের পাশাপাশি রাজ্যের অধিবাসী সংখ্যালঘু শ্রেণির প্রতিনিধিদের ওবিসি শংসাপত্র প্রদানের পূর্ণ অধিকার আছে রাজ্য সরকারের৷ তারপরেও কীভাবে কলকাতা হাইকোর্ট ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করল? সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকার৷

সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাই এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চের শুনানি পর্বে এই প্রশ্নই তুললেন রাজ্য সরকারের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী কপিল সিবাল৷ এই প্রসঙ্গেই তাঁর সওয়াল, এখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা হয়নি৷ অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়েছে৷ ঘটনাচক্রে অনেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা ওবিসি শংসাপত্র পেয়েছে৷ হাইকোর্ট বলেছে, রাজ্যের কোনও অধিকার নেই এইভাবে ওবিসি শংসাপত্রের মাধ্যমে সংরক্ষণ প্রদান করার৷ এটা কী করে হয়? রাজ্য সরকার যা করেছে, তা পুরোপুরি আইন মেনে করা হয়েছে৷ ব্যাকওয়ার্ড কমিশন যা সুপারিশ করেছে, রাজ্য সরকার তা মেনে নিয়েছে৷ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে ২০১১-১২ সালে দেওয়া দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের রায়কে অমান্য করা হচ্ছে, রাজ্যের অধিকারকে খর্ব করা হচ্ছে৷ এর বিপরীতে রাজ্য সরকারের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে আইনজীবী পি এস পাটোয়ালিয়া দাবি করেন, কোনও সমীক্ষা ছাড়াই ওবিসি শংসাপত্র প্রদান করা হয়েছে, এটা দেখার পরেই ১২ লক্ষ শংসাপত্র খারিজ করার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ উভয় পক্ষের সওয়াল- জবাব শোনার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি তাঁরা ওবিসি শংসাপত্র বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি করবেন৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version