Thursday, August 21, 2025

দিল্লি পুলিশের নামে সাইবার-প্রতারণা, ৬৬ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার তরুণী!

Date:

ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক তরুণী।ট্রাই ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করা হয়েছে। ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। কল ডেটা ও লোকেশন টাওয়ার খতিয়ে দেখে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে, চারু মার্কেট থানা (Charu Market PS) এলাকার এক তরুণীর কাছে সম্প্রতি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। জানানো হয় তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে দিতে হবে লক্ষাধিক টাকা। আর তাতেই ভয় পেয়ে টাকাও দিয়ে দেন ওই তরুণী।

পুলিশে অভিযোগ জানানোর পরেই শুরু হয় তদন্ত।এরপরই শিয়ালদহের একটি হোটেল থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একটি সিমকার্ড, মোবাইল ফোন ও একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এখন খতিয়ে দেখা হচ্ছে যে ওই অ্যাকাউন্টেই ওই টাকা রয়েছে কিনা। সেই সঙ্গেও তদন্ত করে দেখা হচ্ছে যে এই চক্রে আরও কারা জড়িত আছে।

এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। শহরবাসীর সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচারও চালানো হচ্ছে। সন্দেহজনক কোনও ফোন এলে সে বিষয়ে পুলিশকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার অপরাধের এই নতুন পন্থা ঘিরে উদ্বেগে রয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version