Tuesday, May 6, 2025

দিল্লি পুলিশের নামে সাইবার-প্রতারণা, ৬৬ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার তরুণী!

Date:

ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক তরুণী।ট্রাই ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করা হয়েছে। ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। কল ডেটা ও লোকেশন টাওয়ার খতিয়ে দেখে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে, চারু মার্কেট থানা (Charu Market PS) এলাকার এক তরুণীর কাছে সম্প্রতি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। জানানো হয় তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে দিতে হবে লক্ষাধিক টাকা। আর তাতেই ভয় পেয়ে টাকাও দিয়ে দেন ওই তরুণী।

পুলিশে অভিযোগ জানানোর পরেই শুরু হয় তদন্ত।এরপরই শিয়ালদহের একটি হোটেল থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একটি সিমকার্ড, মোবাইল ফোন ও একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এখন খতিয়ে দেখা হচ্ছে যে ওই অ্যাকাউন্টেই ওই টাকা রয়েছে কিনা। সেই সঙ্গেও তদন্ত করে দেখা হচ্ছে যে এই চক্রে আরও কারা জড়িত আছে।

এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। শহরবাসীর সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচারও চালানো হচ্ছে। সন্দেহজনক কোনও ফোন এলে সে বিষয়ে পুলিশকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার অপরাধের এই নতুন পন্থা ঘিরে উদ্বেগে রয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version