Saturday, November 1, 2025

দিল্লি পুলিশের নামে সাইবার-প্রতারণা, ৬৬ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার তরুণী!

Date:

ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক তরুণী।ট্রাই ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করা হয়েছে। ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। কল ডেটা ও লোকেশন টাওয়ার খতিয়ে দেখে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে, চারু মার্কেট থানা (Charu Market PS) এলাকার এক তরুণীর কাছে সম্প্রতি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। জানানো হয় তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে দিতে হবে লক্ষাধিক টাকা। আর তাতেই ভয় পেয়ে টাকাও দিয়ে দেন ওই তরুণী।

পুলিশে অভিযোগ জানানোর পরেই শুরু হয় তদন্ত।এরপরই শিয়ালদহের একটি হোটেল থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একটি সিমকার্ড, মোবাইল ফোন ও একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এখন খতিয়ে দেখা হচ্ছে যে ওই অ্যাকাউন্টেই ওই টাকা রয়েছে কিনা। সেই সঙ্গেও তদন্ত করে দেখা হচ্ছে যে এই চক্রে আরও কারা জড়িত আছে।

এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। শহরবাসীর সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচারও চালানো হচ্ছে। সন্দেহজনক কোনও ফোন এলে সে বিষয়ে পুলিশকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার অপরাধের এই নতুন পন্থা ঘিরে উদ্বেগে রয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version