Thursday, August 21, 2025

মডেল বাংলা: লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য ভাতা চালু আপ-এর

Date:

মহিলাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যুগান্তকারী উন্নয়নমূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার‘। দেশজুড়ে বিভিন্ন রাজ্যর অনুকরণ করছে। এবার তালিকায় দিল্লি (Delhi)। বাংলাকে মডেল করে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল দিল্লির আপ সরকার। জিতলে ওই অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল।

ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোট করে নয়, একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল AAP। জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে নতুন প্রকল্প ঘোষণা করেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, মহিলা ক্ষমতায়নের কথা ভেবেই AAP সরকারের এই সিদ্ধান্ত। ১৮ বছরের উর্ধ্বে সব মহিলা এক হাজার টাকা ভাতা দেবে দিল্লির সরকার। ঘোষণার পরেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে। নির্বাচনে জিতে সরকার গড়লে মহিলাদের এই ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল। আপ সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা দেওয়া হবে বলে জানান আপ সুপ্রিমো। কেজরির কথায়, মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প শুরু করতে চান তিনি। কিন্তু আবগারি মামলায় জেলে থাকায় সেটা চালু করা যায়নি। এবার বিধানসভা নির্বাচনের আগে আগেই মহিলাদের হাতে সেই ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মাসিক ৫০০ টাকা দেওয়া হত প্রত্যেক মহিলার হাতে। তফসিলিদের জন্য অঙ্কটা ছিল ১০০০ টাকা। চলতি বছরে সেই অঙ্ক বাড়ানো হয়। বাংলাকে মডেল করে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্য মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি দেয়। এবার বিধানসভা নির্বাচনে জিততে মমতা মডেলেই ভরসা রাখছে আপ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, লক্ষ্মীর ভাণ্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি যুগান্তকারী প্রকল্পের সূচনা করেছেন। যেটিকে এখন মডেল করেছে সারাদেশের বিভিন্ন রাজ্য।

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version