Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) অনন্য নজির গড়েন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতিয় এই দাবাড়ু। এদিন শেষ গেমে গুকেশ হারান চিনের ডিং লিরেনকে। আর এই জয়ের পরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করেন গুকেশ। গুকেশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

২) হল না। আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক হল ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির কাছে এক গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে হারল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন লালচুংনুঙ্গা। এদিন লালকার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। প্রথমার্ধেই ১০ জনে হয়ে যায় লাল-হলুদ।

৩) অস্ট্রেলিয়া সফরে কি যাবেন মহম্মদ শামি? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় সমর্থকদের মধ্যে। মনে করা হচ্ছিল তৃতীয় টেস্টে আগে দলের সঙ্গে যোগ দেবেন শামি। কিন্তু সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে এখনই যাচ্ছেন না ভারতীয় পেসার। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন শামি।

৪) শনিবার থেকে ব্রিসবেনে বসতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহুর্তে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স সমালোচনার সম্মুখিন হয়েছে। ব্রিসবেনে ঘুরে দাঁরাটে চাইছে দল। আর তারই ঝলক দেখা গেল টিম ইন্ডিয়ার অনুশীলনে। এদিন ভারতের অনুশীলনে পেস বোলিং নয়, স্পিন বোলিংয়ের অনুশীলন করতে দেখা গেল যশপ্রীত বুমরাহকে।

৫) গতবছর আইপিএল-এর পর থেকেই চর্চায় তাদের সম্পর্ক । ম্যাচ হারের পর মাঠেই কে এল রাহুলকে বকাবকি করেন লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এরপরই জল্পনা ছড়ায় রাহুলকে আর দলে রাখবেন না তিনি। জল্পনায় সত্যি হয়। আইপিএল-এর রিটেশনে রাহুলকে ছেড়ে দেয় লখনৌ। এমনকি নিলামেও রাহুলকে দলে নেয়নি তারা। আর আবার এই রাহুলকে নিয়ে মুখ খুললেন লখনৌ কর্ণধার।