Wednesday, May 14, 2025

৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি CBI! জামিন পেলেন সন্দীপ-অভিজিৎ

Date:

Share post:

ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অকর্মন্যতার প্রমাণ। ৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। যার জেরে আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mandal) জামিন দিল আদালত। শিয়ালদহ আদালতে CBI -এর আইনজীবী জানান, তাঁদের তদন্ত চলছে। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় পৃথক মামলা থাকায় এখনই হয়ত তাঁর জেলমুক্তি হবে না। তবে, অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে বলেই জানান তাঁর আইনজীবী।

শুক্রবার শিয়ালদহ আদালতে আর জি করে ধর্ষণ-খুনের মামলার শুনানি ছিল। সেখানে সিবিআই জানায়, তাদের তদন্ত চলছে। এদিকে ৯০দিন পেরিয়ে গিয়েছে। কোনও চার্জ ছাড়া অভিযুক্তকে গ্রেফতার করে রাখা যায় না। চিকিৎসক-পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে। কিন্তু তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। সিবিআই জানায়, সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। কিন্তু তারা চার্জশিটি দিচ্ছে না। ফলে জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।  ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন দুজনে। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই কারণে জামিন পেলেও এখনই জেল থেকে বার হতে পারবেন না সন্দীপ। তবে, অভিজিতের বিরুদ্ধে অন্য কোনও মামলা নেই। সেই কারণে তিনি জেল থেকে বার হতে পারবেন বলে জানান তাঁর আইনজীবী।

এই নির্দেশের প্রেক্ষিতে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যাঁরা সিবিআই-কে তদন্তভার দিতে চেয়েছিলেন তাঁরাই বুঝুন। এতদিন তাঁরা কলকাতা পুলিশের উপর আস্থা নেই বলে সিবিআইকে ডেকেছিলেন। এবার তাঁরা কী বলবেন! দুজনকে অভিযুক্ত বলে গ্রেফতার করে, তাঁদের সামাজিক সম্মান নষ্ট করে, ৯০দিন পরে সিবিআই চার্জশিট দিতে পারল না। অথচ রাজ্য পুলিশের হাতে থাকা কুলতলি, ফরাক্কা বা উত্তরবঙ্গের ঘটনার তদন্তে কমবেশি ৬০দিনের মধ্যে ফাঁসি সাজা ঘোষণা হয়ে গেল। এই প্রসঙ্গে অভয়ার মা-বাবার প্রতি কুণালের মন্তব্য, তাঁরা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন, তাহলে এতদিন হয়ত তাঁদের মেয়ের খুনির ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত।

spot_img

Related articles

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...