নিগ্রহের শিকার পুলিশ! মদ্যপ চালকদের দৌরাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ লালবাজারের

মদ্যপ গাড়ি চালকদের দৌরাত্ম্য কমাতে এবার কড়া পদক্ষেপ লালবাজারের (Lalbazar)। বছর শেষের সময়ে প্রতি রাতে দু’দফায় সারপ্রাইজড নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক ট্রাফিক গার্ডকেই নির্দেশ পাঠানো হয়েছে। তার ভিত্তিতে চলতি সপ্তাহে শুরু হচ্ছে রাত ৮টা থেকে ১০টা ও ১২টা থেকে ২টো পর্যন্ত ব্রেথ অ্যানালাইজার নিয়ে চালকদের ‘সারপ্রাইজড’ শ্বাস পরীক্ষা।

আরও পড়ুন- বেপরোয়া বাসের রেষারেষি আটকাতে কড়া পদক্ষেপ, নয়া অ্যাপের মাধ্যমে মিলবে তথ্য

গত ৬ মাসে ক্যামাক স্ট্রিট, ব্র্যাবোর্ন রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউতেই মদ্যপ চালকদের দাপট দেখা গিয়েছে। এর জেরে নিগ্রহের শিকার হয়েছেন খোদ পুলিশ আধিকারিকও। একের পর এক পুলিশি হেনস্থার ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

আরও পড়ুন- সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশকে শুভেচ্ছা মোদি-মমতার

লালবাজারের (Lalbazar) তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, মদ্যপ অবস্থায় ধরা পড়লে কোনও ছাড় দেওয়া হবে না বলে। যে জায়গাগুলি বাড়তি নজরদারিতে রয়েছে সেগুলি হল, বাইপাস, উল্টোডাঙা, বেলেঘাটা, তিলজলা, কসবা, পূর্ব যাদবপুর ও গড়িয়া, দক্ষিণ কলকাতার সাউথ ইস্ট ট্রাফিক গার্ড, জেমস লং ট্রাফিক গার্ড, ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ড। এই এলাকাগুলিতে নিয়মিত বাইক চালকদের শ্বাস পরীক্ষা চালাচ্ছেন সার্জেন্টরা। প্রতি রাতে নাকা চেকিংয়ে মদ্যপ অবস্থায় কমপক্ষে ২ জন বাইকচালক পাকড়াও করা হচ্ছে।

_

_

_

_

_

_

_

_