Thursday, January 1, 2026

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কোটিপতি গুকেশ, কত টাকা পুরস্কার মূল্য পেলেন ভারতীয় এই দাবাড়ু ?

Date:

Share post:

গতকাল নজির গড়েন ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় এই দাবাড়ু। সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এরপরই শুভেচ্ছের জয়ারে ভাসতে থাকেন ভারতীয় এই দাবাড়ু। তবে শুধু শুভেচ্ছা নন, টাকার জোয়ারে ভাসতে শুরু করেছেন গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১১ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন গুকেশ। আর এবার গুকেশের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। ৫ কোটি টাকা গুকেশকে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের অনবদ্য সাফল্যকে সম্মান জানাতে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। গুকেশের এই জয় গোটা দেশকে গর্বিত করেছে। খুশি এনে দিয়েছে দেশবাসীর মনে। আশা করি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যাক গুকেশ।“

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ছিল ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পুরস্কারমূল্য ছিল ২ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, ভারতীয় মূদ্রায় প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অপরদিকে দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা । ২৫ লক্ষ পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। আর এবার যোগ হল ৫ কোটি টাকা।

আরও পড়ুন- আগামিকাল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, গাব্বায় নামার আগে কামিন্সদের হুঙ্কার টিম ইন্ডিয়ার

spot_img

Related articles

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...

নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের স্মরণে এই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটিই এবার বাতিল করল...

নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের...