Friday, August 22, 2025

বিচার ছাড়াই মিডিয়া ট্রায়াল! সাগর দত্ত-এর ‘সাজানো’ হামলার পর্দাফাঁস WBJDA-র

Date:

তিন মাস ধরে লাগাতার হেনস্থা। কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও মিডিয়া ট্রায়ালের মুখে সাগর দত্তের (Sagar Dutta Medical College and Hospital) ১৫ পড়ুয়া চিকিৎসক। এর আগেই অভিযোগকারী চিকিৎসক কিভাবে বেআইনি চিকিৎসার সঙ্গে যুক্ত তা ফাঁস করেছিলেন WBJDA-এর সদস্যরা। কিন্তু তা সত্ত্বেও ক্রমাগত হেনস্থার মুখে পড়ে ফের সাগর দত্ত মেডিকেল কলেজের ৫ সেপ্টেম্বর এর ঘটনার ছবি সহ সত্যি ফাঁস করলেন সংগঠনের সদস্যরা।

সাগর দত্ত মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকদের উপর জুনিয়রদের হামলার অভিযোগ তুলে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয় ১৫ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। শুক্রবার সেই জুনিয়র চিকিৎসকরা ছবি তুলে ধরে দাবি করেন, যে কাঁচ ভেঙে অভিযোগকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায় আহত হওয়ার অভিযোগ করেছিলেন, আদতে সেই কাঁচ ভেঙে তার আঘাত লাগে নি। আগেই একটি চেয়ারে লেগে আহত হন চিকিৎসক মুখোপাধ্যায়। তা সত্বেও সংগঠনের চিকিৎসকদের ওপর প্রাণঘাতী হামলার (attempt to murder) অভিযোগ থানায় দায়ের হয়।

সেই সঙ্গে তাঁদের প্রশ্ন, যে কাঁচটি ভাঙার অভিযোগ করা হয়েছে সেই কাঁচের পিছনে লাগানো কাগজটি কাঁচ ভাঙা সত্ত্বেও কেন ছেড়েনি। ঘটনার পরে কর্তৃপক্ষ বা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে বারবার আলোচনার চেষ্টা করলেও তাদের সেই অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তারা।

অভিযোগের তিরে থাকা চিকিৎসকদের দাবি, এই ঘটনা নিয়ে দুদিন পরে হাসপাতাল (Sagar Dutta Medical College and Hospital) কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে। সেই অভিযোগও হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ দিয়ে দায়ের করায় আরডিএ (RDA) এবং ডব্লিউবিজেডিএফ (WBJDF)। ভিডিও সহ সেই তথ্য পেশেরও দাবী জানান তাঁরা। সব ধরনের প্রমাণ তাঁদের কাছে। সেই সঙ্গে এই মামলা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারাধীন। তা সত্ত্বেও মিডিয়া ট্রায়ালের (media trial) কারণে তাঁদের এবং তাঁদের পরিবারকে সামাজিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে দাবি সংগঠনের চিকিৎসকদের।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version