গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের প্রথমার্ধেই লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। আর এই ম্যাচের পর রিফারিং নিয়ে মুখ খোলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। গত মরশুমে বার বার রেফারিদের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গলের তৎকালীন কোচ কার্লোস কুয়াদ্রাত। তার জন্য নির্বাসিতও হতে হয়েছিল তাঁকে। এই মরশুমেও বার বার রেফারিং-এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে লাল-হলুদ। আর এবার এই নিয়ে মুখ খুললেন অস্কার। বললেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে পয়েন্ট খুইয়েছে তারা।

ম্যাচ শেষে অস্কার বলেন, “ রেফারিরা সম্ভবত আমাদের ছোট দল হিসাবে দেখছেন। আমাদের ফুটবলারকে মাঠের বাইরে বার করে দেওয়া খুব সহজ। আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া খুব সহজ। কিন্তু আমাদের পক্ষে পেনাল্টি দেওয়া হচ্ছে না। একজন ফুটবলারের পায়ে যখন বলের নিয়ন্ত্রণ রয়েছে তখন কনুই লাগলে কোনও মতেই লাল কার্ড দেওয়া যায় না। দুটো ম্যাচ আগেও দেখেছিলাম নন্দকুমারের ক্ষেত্রে একই জিনিস করা হয়েছিল। এই ম্যাচেও তাই হল। রেফারিরা খুব ভাল করে জানেন কোন ফুটবলার অভিনয় করার ভান করে। যে মাঠে শুয়ে কাতরাচ্ছিল, জিকসনের লাল কার্ডের পরে সে উঠে দাঁড়াল এবং পরে ওড়িশার একটা গোলের ক্ষেত্রে ভূমিকা নিল। রেফারির সিদ্ধান্তই আজকের ম্যাচের ক্ষেত্রে পার্থক্য করে দিল।“ এখানেই না থেমে লাল-হলুদ কোচ আরও বলেন, “ গত কয়েক বছর ভারতে কোচিং করাইনি। পাঁচ-ছ’বছর পর কোচিং করাতে এসেছি। আমার মনে হয় ফুটবলারদের সম্পর্কে রেফারিদের আরও একটু জ্ঞান থাকা দরকার। আমার মতে, ওটা কোনও ভাবেই লাল কার্ড ছিল না। ফুটবল শারীরিক খেলা। একটু-আধটু সংঘর্ষ হতেই পারে। তবে রেফারিরা মনে হয় চান না ইস্টবেঙ্গলের ফুটবলারেরা কারও সঙ্গে বল কাড়াকাড়ি করুক।“

এদিকে ১০ জনের ইস্টবেঙ্গল যেভাবে লড়াই চালাইছে তাতে খুশি অস্কার। তিনি বলেন, “ মাদিয়া তালাল ও জিকসনের বেরিয়ে যাওয়া আমাদের পক্ষে খুবই খারাপ হয়েছে। ওডিশার প্রথম গোলটাও আমাদের দুর্ভাগ্যের জন্য হয়েছে। ওই ভাবে গোল না হলে হয়তো ফল ১-০-ই থেকে যেত। আমাদের দলের ছেলেরা আজ যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, যা খেলেছে ওরা, তাতে এই ম্যাচে আমাদের হারার কথা নয়।”

এদিকে এই ম্যাচে গুরুতর চোট পান মাদিহ তালাল । তার চোট নিয়ে অস্কার বলেন, “চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত এখন দলের যা অবস্থা, তাতে দল খুব কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সামলাতে হবে আমাদের। যদিও তা খুব কঠিন কাজ। তবে আমাদের চেষ্টা তো করতেই হবে। তবে যারা ভাল খেলছে, দলের সেই সব ফুটবলারদের কাছে বড় সুযোগ আসবে।“


–

–

–

–

–

–

–

–
–