Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরে মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জোসে মোলিনার দল। সেই জায়গায় দশম স্থানে কেরালা। তবে কোন সমীকরণ নয়, বরং প্রতিপক্ষ সমীহ বাগান কোচের।

২) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের প্রথমার্ধেই লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। আর এই ম্যাচের পর রিফারিং নিয়ে মুখ খোলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। বললেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে পয়েন্ট খুইয়েছে তারা।

৩) এবার সুস্থ হতে কপিল দেব, সচিন তেন্ডুলকরের কাছে আর্থিক সাহায্য চাইলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কাম্বলিকে দেখে স্বাভাবিক লাগেনি ।

৪) বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১১ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন ডি গুকেশ। আর এবার গুকেশের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। ৫ কোটি টাকা গুকেশকে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ