তোলাবাজির প্রতিবাদ করেছিলেন।তাই তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল।শনিবার রাতের এই ঘটনায় তালতলা থানার আগা মেহেদি স্ট্রিটে চাঞ্চল্য ছড়িয়েছে।প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সবজির দোকানে ট্রে সরানো নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই সময় মদ্যপ অবস্থায় ২-৩ জন এসে অশান্তি শুরু করে । তারই প্রতিবাদ করেছিলেন সবজি ব্যবসায়ীর ছেলে সফি আহমেদ।এরপরই তার ওপর ছুরি দিয়ে চড়াও হয় তারা। কোপানো হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সবজির দোকানে এসে প্রায়দিনই তোলাবাজি করে কয়েকজন। এর আগেও বিষয়টি নিয়ে ঝামেলা হয়েছে। এদিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।একজনকে আটক করেছে তালতলা থানার পুলিশ।কয়েক মাস আগেই কলকাতা ও সংলগ্ন বিধাননগরে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছিল।কিন্তু এবার সকালবেলা তালতলা থানা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। বাকিরাও দ্রুত ধরা পড়বে পুলিশ আশাবাদী।তাদের খোঁজে চিরুনী তল্লাশি চালাচ্ছে তালতলা থানার পুলিশ। ব্যবসায়ীদের দাবি, দ্রুত এই তোলাবাজি বন্ধের ব্যবসাথা করুক পুলিশ। না হলে আগামী দিনে আরও বড় ঘটনা ঘটে যাবে।
–

–

–

–

–

–

–

–

–

–

–
