Sunday, August 24, 2025

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। প্রায় হারা ম্যাচ জিতে যায় সবুজ-মেরন। আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। তবে দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন মোহনবগান কোচ।

ম্যাচে শেষে সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “কেরালা ম্যাচের ফলের জন্য আমি খুশি। কিন্তু আমরা কেরালার বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে। কেরালা যথেষ্ট ভাল খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভাল দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এছাড়াও অনেক ভুল হয়েছে। যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। তবে আমাদের টিম স্পিরিট দারুন।”

এক গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল হজম করে মোহনবাগান। তাদের ভুলেই যে কেরালার দল দুটি গোল হয়, তা স্বীকার করতে দ্বিধা করেননি মোলিনা। এই নিয়ে তিনি বলেন, “কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফস্কে যায়। তবে বিশাল যথেষ্ট ভাল গোলকিপার, সেই প্রমাণও ও দিয়েছে। এরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি। দলের ছেলেদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা আছে। ওরা আরও ভাল খেলবে।”

মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে নামবে মোলিনার দল। তবে সেই ম্যাচ নিয়ে চাপে নেই বাগান কোচের। পরবর্তী ম্যাচ নিয়ে মোলিনা বলেন, “যদি গোয়ার কাছে হারিও এবং বাকি সব ম্যাচে জিতি, তাহলে কি আমরা শিল্ড জিততে পারব না? নিশ্চয়ই পারব। তাই শুধু গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু আমাদের সামনে এখন গোয়া ম্যাচ, তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না।”

আরও পড়ুন- অজি সফরে কি যাবেন শামি ? এল বড় আপডেট

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version