Saturday, November 8, 2025

আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার অতুলের স্ত্রী নিকিতা, জালে শাশুড়ি-শ্যালকও

Date:

শেষ পর্যন্ত বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে (Nikita Singhania)। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে নিকিতার মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও। রবিবার বেঙ্গালুরু পুলিশ (Police) গুরগাঁও থেকে নিকিতা এবং ইলাহাবাদ থেকে তাঁর মা ও ভাইকে গ্রেফতার করে।

উত্তরপ্রদেশের জৌনপুরের পারিবারিক আদালতে অতুল-নিকিতার বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা চলছিল। মামলা চলাকালীনই আত্মহত্যা করেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষ (Atul Subhash)। তাঁর ঘর থেকেই দেহ উদ্ধার হয়। প্রায় দেড় ঘণ্টার ভিডিও এবং ২৪ পাতার একটি সুইসাইড নোট রেখে যান অতুল। সেখানে ছত্রে ছত্রে স্ত্রী নিকিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। অতুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, মামলা চলাকালীন টাকা আদায়, পণ চাওয়ার মিথ্যা মামলা, বিকৃত যৌনতা, বধূ নির্যাতন এবং খুনের চেষ্টার মতো অভিযোগে ওই যুবককে ফাঁসানোর চেষ্টা করে তাঁর স্ত্রী ও পরিবার।

আরও খবর: ভাতা নিলে প্রাইভেটে কাজ নয়: সরকারি চিকিৎসকদের থেকে হলফনামা চাইল স্বাস্থ্য ভবন

নিকিতা ও তাঁর পরিবারকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় হাজিরা দিতে বলে পুলিশ। উত্তরপ্রদেশেও পৌঁছয় বেঙ্গালুরু পুলিশের একটি দল। বেগতিক বুঝে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন নিকিতারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। দেশজোড়া বিতর্কের মধ্যেই নিকিতা-সহ তিনজনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। তাদের বিরুদ্ধে ভার‌তীয় ন্যায় সংহিতার ১০৮ এবং ৩(৫) ধারায়। ওই মামলা দায়ের হয়েছে।

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version