Monday, November 3, 2025

কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন, আজই গণনা

Date:

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন (Kanthi Cooperative Bank Election)। ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৯টা থেকে, চলবে দুপুর ২টো পর্যন্ত। তারপরই গণনা শুরু। হাইভোল্টেজ কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের দিকে তাকিয়ে সকলে।

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে (Kanthi Cooperative Bank Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলায় এর আগে কোনও সমবায় সমিতির নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি।

পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক কাঁথি সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের পরিচালন কমিটি কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক ও প্রধান বিরোধীদলের মধ্যে টানাপোড়েন। ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই গড়ায় শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে-
•মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন
• মোট আসন সংখ্যা ১০৮টি
• তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

কাঁথি সমবায় ব্যাঙ্কের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরাই। এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরিকে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে ছিলেন রণকৌশল সাজাতে ও কার্যকর করতে। দফায় দফায় পূর্ব মেদিনীপুরে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির রাশ নিজেদের হাতে রাখার জন্য একাধিক ভোট কৌশল নেয় তৃণমূল। এখন শেষ হাসি কে হাসে সেটাই দেখার।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version