Thursday, November 13, 2025

অতুল সুভাষ মৃত্যু: সংসদীয় তদন্ত কমিটি তৈরির দাবি শহর থেকে

Date:

বেঙ্গালুরুর এআই বিশেষজ্ঞ (AI expert) অতুল সুভাষের মৃত্যুতে প্রশ্ন উঠেছে দেশের বিচার ব্যবস্থার উপর। খোদ দেশের আইনমন্ত্রী (Minister of Law) উত্তরপ্রদেশে নিম্ন আদালতের (lower court) বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার দাবি উঠল কলকাতা থেকে। রবিবার শহরের এখ সংগঠনের পক্ষ থেকে এই দাবির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে নিম্ন আদালতের কার্যক্রম নিয়ে কড়া পদক্ষেপেরও দাবি জানানো হয়।

শহরের প্রথম পুরুষ অধিকার সংগঠন হৃদয়ার পক্ষ থেকে টালিগঞ্জে একটি পথসভার আয়োজন করা হয়। যেখানে দাবি জানানো হয়, ৪৯৮ বা বিএনএস-এর ৮৫/৮৬ (BNS 85/86) ধারাকে জামিনযোগ্য করার। সেই সঙ্গে এই ধরনের মামলায় যথাযোগ্য তদন্তের। যার অভাবে প্রাণ দিতে হয়েছে প্রতিভাবান উদ্যমী অতুল সুভাষকে। সেই সঙ্গে তাঁদের দাবি, দেশে এই ধরনের আইনের কারণে আরও বহু যুবককে হতাশা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

অতুলের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করে অতুলের পরিবার, বন্ধু ও সমাজের তাঁর পরিচিতদের সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে কথা বলে তদন্তের দাবি ওঠে। সেই সঙ্গে আইনমন্ত্রীর কাছে তাঁদের দাবি, নিম্ন আদালতগুলি যাতে বিএনএস ২৪৮-এর (BNS 248) যথাযথ প্রয়োগ করে সেই বিষয়ে কঠোর হওয়ার। এর পাশাপাশি সংবিধানের ২১ নম্বর (Article 21) ধারা, যা নাগরিকের বক্তব্য প্রকাশের স্বাধীনতা বজায় রাখে, তা যথাযথভাবে মেনে চলার দাবি তোলেন সংগঠনের সদস্যরা। এসবের পাশাপাশি আত্মহত্যা সংক্রান্ত ঘটনার বিচারের জন্য আলাদা সংসদীয় কমিটি (Parliamentary Committee) গঠনের দাবি তোলেন তাঁরা, যেখানে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা পড়ে বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে।

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version