Thursday, August 21, 2025

স্বচ্ছ ভারত মিশনে রাজ্যকে প্রথম কিস্তির ২০০ কোটি দিচ্ছে কেন্দ্র

Date:

স্বচ্ছ ভারত মিশনে সমস্ত মাপকাঠি অতিক্রম করায় কেন্দ্রীয় সরকার ঐ প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম কিস্তির প্রায় ২০০ কোটি টাকা রাজ্যকে দিতে চলেছে।

বিগত বছরে ওই প্রকল্পে উন্মুক্ত শৌচ বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনার মত নানা প্রকল্পে রাজ্য দেশের মধ্যে মডেল হিসেবে উঠে এসেছে। প্রথম কিস্তির টাকা পেতে তার আগের অর্থবর্ষের বরাদ্দ অর্থের প্রায় ৮৭ শতাংশ খরচ করতে হয়। রাজ্য এই মাপকাঠি ইতিমধ্যেই সম্পূর্ণ করে খরচের নথি সহ প্রয়োজনীয় সমস্ত নথি কেন্দ্রকে পাঠিয়েছে। তার যাচাই প্রক্রিয়া শেষ করে কেন্দ্রের তরফে সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। দ্রুত বরাদ্দ ছাড়ার ও ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজ্যকে ‘উন্মুক্ত স্থানে মলত্যাগের সমস্যা’ মুক্ত করা থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, সমস্ত ক্ষেত্রেই দেশের মধ্যে নজির তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। এজন্য ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের পাঁচটি কিস্তির টাকা দিতে কার্যত বাধ্য হয়েছিল মোদি সরকার। । প্রসঙ্গত, গত দুই অর্থবর্ষে এই খাতে প্রায় ২৫০০ কোটি টাকা রাজ্য পেয়েছে। তার মধ্যে অন্যান্য রাজ্যের মতো প্রথম তিন থেকে চারটি কিস্তির সঙ্গে আছে অতিরিক্ত কিস্তিরও অর্থ। কাজের অগ্রগতির জোরেই রাজ্য অতিরিক্ত কিস্তির টাকা পেয়েছিল বলেই প্রশাসনের দাবি। এটা অনেক রাজ্যই পায়নি। বলা হয়েছে কেন্দ্রের রিপোর্টে কেন্দ্রের তরফে একই সঙ্গে জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানে বাংলাকে ‘মডেল’ হিসেবে সামনে রেখে কাজ করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন- বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version