Monday, November 3, 2025

স্বচ্ছ ভারত মিশনে রাজ্যকে প্রথম কিস্তির ২০০ কোটি দিচ্ছে কেন্দ্র

Date:

স্বচ্ছ ভারত মিশনে সমস্ত মাপকাঠি অতিক্রম করায় কেন্দ্রীয় সরকার ঐ প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম কিস্তির প্রায় ২০০ কোটি টাকা রাজ্যকে দিতে চলেছে।

বিগত বছরে ওই প্রকল্পে উন্মুক্ত শৌচ বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনার মত নানা প্রকল্পে রাজ্য দেশের মধ্যে মডেল হিসেবে উঠে এসেছে। প্রথম কিস্তির টাকা পেতে তার আগের অর্থবর্ষের বরাদ্দ অর্থের প্রায় ৮৭ শতাংশ খরচ করতে হয়। রাজ্য এই মাপকাঠি ইতিমধ্যেই সম্পূর্ণ করে খরচের নথি সহ প্রয়োজনীয় সমস্ত নথি কেন্দ্রকে পাঠিয়েছে। তার যাচাই প্রক্রিয়া শেষ করে কেন্দ্রের তরফে সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। দ্রুত বরাদ্দ ছাড়ার ও ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজ্যকে ‘উন্মুক্ত স্থানে মলত্যাগের সমস্যা’ মুক্ত করা থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, সমস্ত ক্ষেত্রেই দেশের মধ্যে নজির তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। এজন্য ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের পাঁচটি কিস্তির টাকা দিতে কার্যত বাধ্য হয়েছিল মোদি সরকার। । প্রসঙ্গত, গত দুই অর্থবর্ষে এই খাতে প্রায় ২৫০০ কোটি টাকা রাজ্য পেয়েছে। তার মধ্যে অন্যান্য রাজ্যের মতো প্রথম তিন থেকে চারটি কিস্তির সঙ্গে আছে অতিরিক্ত কিস্তিরও অর্থ। কাজের অগ্রগতির জোরেই রাজ্য অতিরিক্ত কিস্তির টাকা পেয়েছিল বলেই প্রশাসনের দাবি। এটা অনেক রাজ্যই পায়নি। বলা হয়েছে কেন্দ্রের রিপোর্টে কেন্দ্রের তরফে একই সঙ্গে জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানে বাংলাকে ‘মডেল’ হিসেবে সামনে রেখে কাজ করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন- বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version