Thursday, November 6, 2025

এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন শ্রেয়স, কী বললেন তিনি ?

Date:

Share post:

এবার পৃথ্বী শা কে নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়র। একটা সময় দেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটার হিসাবে উঠে এসেছিলেন পৃথ্বী। সাফল্যের সঙ্গে খেলেছেন বিভিন্ন স্তরে। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি। মাঠে এবং মাঠের বাইরে বার বার বিতর্কে জড়িয়েছেন। বিশৃঙ্খলার অভিযোগে বাদ পড়েছিলেন মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। এছাড়াও ফিটনেস নিয়ে পড়েছে সমালোচনার মুখে । এছাড়া ২০২৫ আইপিএলের মেগা নিলামেও আনসোল্ড পৃথ্বী। তবে সম্প্রতি সুযোগ পেয়েছিলেন মুস্তাক আলি ট্রফিতে। এটাই ছিল পৃথ্বী কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ। তবে সেখানেও ব্যর্থ পৃথ্বী। আর এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়র। বললেন, নিজের কাজের প্রতি সৎ হতে হবে। কেউ পৃথ্বীকে শিশুর মতো কোলে করে ছন্দে ফেরাতে পারবে না।

গতকাল ছিল মুস্তাক আলি ট্রফির ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছিল মুম্বই- মধ্যপ্রদেশ। এই ম্যাচে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারায় শ্রেয়স আইয়রের মুম্বই। তবে এই ম্যাচে রান পাননি পৃথ্বী। ১০ রান করেন তিনি। আর এরপরই মুম্বইয়ের ওপেনারকে নিয়ে মুখ খুললেন শ্রেয়স। তিনি বলেন, “ বাচ্চা তো নয়। যে আগলে আগলে রাখতে হবে। আমাদের পক্ষে সম্ভবও না। এই স্তরে যারা খেলে, তারা সবাই পেশাদার ক্রিকেটার। সবাই জানে কী করা উচিত আর কী উচিত নয়। পৃথ্বীর বিশৃঙ্খলা নতুন কিছু নয়। আগেও অনেক বার করেছে। ওর উচিত নিজের খেলায় মন দেওয়া। বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে ওকে। এই পরিস্থিতি থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। নিজেই সমস্যার সমাধান খুঁজে পাবে। কারও পক্ষে জোর করে ওকে দিয়ে কিছু করিয়ে নেওয়া সম্ভব নয়।“

এখানেই না থেমে শ্রেয়স আরও বলেন, “ ব্যক্তিগত ভাবে মনে করি পৃথ্বী দুরন্ত ক্রিকেটার। ওর মতো প্রতিভাবান খেলোয়াড় বিরল। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্ত ওকে উন্নতি করতে হবে। নিজের কাজের প্রতি আরও যত্নশীল এবং নীতিনিষ্ঠ হতে হবে। আগেও কথাটা অনেক বার বলেছি। পৃথ্বীকে কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখতে হবে। জোর করে কাউকে দিয়ে কিছু করানো সম্ভব নয়। আমার পক্ষেও ওকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব নয়। কম দিন ক্রিকেট খেলছে না পৃথ্বী। নানা সময় অনেকের পরামর্শ পেয়েছে। চেষ্টাটা ওকে নিজেকেই করতে হবে।“

আরও পড়ুন- গাব্বায় তৃতীয় দিনও বৃষ্টি, বাকি দু’দিন কি ব্রিসবেনে রয়েছে বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া ?

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...