Sunday, August 24, 2025

মেরামতির জন্য সোমবার সারাদিন বন্ধ টালা পাম্পিং স্টেশন, ব্যাহত জল সরবরাহ

Date:

মেরামতির কাজ হচ্ছে, তাই সোমবার সকাল থেকেই বন্ধ টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল ১৬ ডিসেম্বর সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারা দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ আছে।

মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল সরবরাহ বন্ধ আছে।সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কেন পাম্পিং স্টেশন বন্ধ থাকবে, তার কারণও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়েছিল টালা পাম্পিং স্টেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজের প্রয়োজন রয়েছে।জানা গিয়েছে, আগের চেয়ে কিছুটা বড় ভাল্‌ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হচ্ছে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুরসভার বিজ্ঞপ্তিতে।

টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকার ফলে পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহও বন্ধ আছে সোমবার সারা দিন। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ আছে। জল সরবরাহ বন্ধ আছে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও।উল্লেখ্য, শতাব্দী প্রাচীন এই টালা ট্যাঙ্ক থেকে শহরের জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষের জলের চাহিদা পূরণ করা হয়ে থাকে।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version