Wednesday, August 27, 2025

মেরামতির জন্য সোমবার সারাদিন বন্ধ টালা পাম্পিং স্টেশন, ব্যাহত জল সরবরাহ

Date:

মেরামতির কাজ হচ্ছে, তাই সোমবার সকাল থেকেই বন্ধ টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল ১৬ ডিসেম্বর সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারা দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ আছে।

মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল সরবরাহ বন্ধ আছে।সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কেন পাম্পিং স্টেশন বন্ধ থাকবে, তার কারণও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়েছিল টালা পাম্পিং স্টেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজের প্রয়োজন রয়েছে।জানা গিয়েছে, আগের চেয়ে কিছুটা বড় ভাল্‌ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হচ্ছে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুরসভার বিজ্ঞপ্তিতে।

টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকার ফলে পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহও বন্ধ আছে সোমবার সারা দিন। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ আছে। জল সরবরাহ বন্ধ আছে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও।উল্লেখ্য, শতাব্দী প্রাচীন এই টালা ট্যাঙ্ক থেকে শহরের জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষের জলের চাহিদা পূরণ করা হয়ে থাকে।

 

Related articles

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...
Exit mobile version