Friday, August 22, 2025

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দাবি অভিষেকের

Date:

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদ চত্বরে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৯ ডিসেম্বর ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাঁদর মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সংসদে প্রকাশের দাবি জানান তৃণমূল (TMC) সাংসদ।

অভিষেক এদিন বলেন, “সরকারের সিদ্ধান্তের পাশে আছে বাংলার সরকার। কিন্তু কোনও মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় গেলে তাদের উচিত সংসদে এসে সদস্যদের সে বিষয়ে আপডেট করা। এটা সংসদীয় রাজনীতির একটি অংশ। এটি একটি ন্যূনতম সৌজন্য, যা প্রতিটি সংসদ সদস্য সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বিষয় সংসদে প্রকাশ করা উচিত।”

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “যদি সরকার তা করতে না চায়, তাহলে বুঝতে হবে ১৪০ কোটি ভারতীয়কে অন্ধকারে রাখতে চাইছে সরকার।” একই সঙ্গে তিনি সাফ জানান, “সরকার যদি এভাবে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করতে চায়, তাহলে দেশের মানুষও সঠিক সময়ে সরকারকে যোগ্য জবাব দেবে।”

“বাংলাদেশে (Bangladesh) যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক” বলে আগেই অভিষেক জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের কী অবস্থান হবে তা স্থির করবে কেন্দ্রীয় সরকার। এটা আন্তর্জাতিক বিষয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেটাই তৃণমূল সমর্থন করবে।

এদিন অভিষেক বলেন, বাংলাদেশ থেকে বিদেশ সচিব ফিরে আসার পরেও মোদি সরকার সংসদে এখনও কোনও বিবৃতি দেয়নি৷  অবিলম্বে সরকারকে সংসদে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান তৃণমূল সাংসদ।

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version