Thursday, August 21, 2025

স্টাইল স্টেটমেন্টই প্রতিবাদের ভাষা! সোমে ‘প্যালেস্তাইন’-এর পরে মঙ্গলে প্রিয়াঙ্কার ব্যাগে ‘বাংলাদেশ’

Date:

সংসদে তাঁকে দেখে অনেকেই তুলনা টানছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সঙ্গে। তবে, লোকসভায় প্রথমবার পা দিয়েই স্টাইল স্টেটমেন্টকেই প্রতিবাদের ভাষা করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোমবার, প্যালেস্তাইন লেখা ব্যাগের পর মঙ্গলবার তাঁর ব্যাগে হিন্দিতে লেখা ‘বাংলাদেশ’।

সংসদে (Parliament) শীতকালীন অধিবেশনে সোমবারই নজর কেড়েছিল প্রিয়াঙ্কার ব্যাগ। তাঁর প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে কটাক্ষ করেছিল BJP। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গান্ধী পরিবারের মাথা ব্যাথা নেই বলেও খোঁচা দেয় গেরুয়া শিবির। যদিও সোমবার, লোকসভার ভাষণে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের দাবি জানান প্রিয়াঙ্কা। ১৯৭১ -এ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ।
আরও খবর: ভরা লোকসভায় পেশ ‘এক দেশ এক ভোট’ বিল: একযোগে প্রতিবাদ বিরোধী সাংসদদের

মঙ্গলবার, ফের নজরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ব্যাগ। এদিন তিনি অধিবেশনে পা রাখেন ঘিয়ে রঙের একটি ব্যাগ নিয়ে। তাতে হিন্দিতে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।” আর এক পাশে লেখা ”জাস্টিস ফর বাংলাদেশ।” তবে, প্রিয়াঙ্কার শুধু নন, সংসদের বাইরে কংগ্রেসের (Congress) অন্য সাংসদেরাও হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version