Tuesday, November 4, 2025

স্টাইল স্টেটমেন্টই প্রতিবাদের ভাষা! সোমে ‘প্যালেস্তাইন’-এর পরে মঙ্গলে প্রিয়াঙ্কার ব্যাগে ‘বাংলাদেশ’

Date:

সংসদে তাঁকে দেখে অনেকেই তুলনা টানছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সঙ্গে। তবে, লোকসভায় প্রথমবার পা দিয়েই স্টাইল স্টেটমেন্টকেই প্রতিবাদের ভাষা করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোমবার, প্যালেস্তাইন লেখা ব্যাগের পর মঙ্গলবার তাঁর ব্যাগে হিন্দিতে লেখা ‘বাংলাদেশ’।

সংসদে (Parliament) শীতকালীন অধিবেশনে সোমবারই নজর কেড়েছিল প্রিয়াঙ্কার ব্যাগ। তাঁর প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে কটাক্ষ করেছিল BJP। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গান্ধী পরিবারের মাথা ব্যাথা নেই বলেও খোঁচা দেয় গেরুয়া শিবির। যদিও সোমবার, লোকসভার ভাষণে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের দাবি জানান প্রিয়াঙ্কা। ১৯৭১ -এ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ।
আরও খবর: ভরা লোকসভায় পেশ ‘এক দেশ এক ভোট’ বিল: একযোগে প্রতিবাদ বিরোধী সাংসদদের

মঙ্গলবার, ফের নজরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ব্যাগ। এদিন তিনি অধিবেশনে পা রাখেন ঘিয়ে রঙের একটি ব্যাগ নিয়ে। তাতে হিন্দিতে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।” আর এক পাশে লেখা ”জাস্টিস ফর বাংলাদেশ।” তবে, প্রিয়াঙ্কার শুধু নন, সংসদের বাইরে কংগ্রেসের (Congress) অন্য সাংসদেরাও হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version