Monday, November 3, 2025

স্টাইল স্টেটমেন্টই প্রতিবাদের ভাষা! সোমে ‘প্যালেস্তাইন’-এর পরে মঙ্গলে প্রিয়াঙ্কার ব্যাগে ‘বাংলাদেশ’

Date:

সংসদে তাঁকে দেখে অনেকেই তুলনা টানছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সঙ্গে। তবে, লোকসভায় প্রথমবার পা দিয়েই স্টাইল স্টেটমেন্টকেই প্রতিবাদের ভাষা করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোমবার, প্যালেস্তাইন লেখা ব্যাগের পর মঙ্গলবার তাঁর ব্যাগে হিন্দিতে লেখা ‘বাংলাদেশ’।

সংসদে (Parliament) শীতকালীন অধিবেশনে সোমবারই নজর কেড়েছিল প্রিয়াঙ্কার ব্যাগ। তাঁর প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে কটাক্ষ করেছিল BJP। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গান্ধী পরিবারের মাথা ব্যাথা নেই বলেও খোঁচা দেয় গেরুয়া শিবির। যদিও সোমবার, লোকসভার ভাষণে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের দাবি জানান প্রিয়াঙ্কা। ১৯৭১ -এ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ।
আরও খবর: ভরা লোকসভায় পেশ ‘এক দেশ এক ভোট’ বিল: একযোগে প্রতিবাদ বিরোধী সাংসদদের

মঙ্গলবার, ফের নজরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ব্যাগ। এদিন তিনি অধিবেশনে পা রাখেন ঘিয়ে রঙের একটি ব্যাগ নিয়ে। তাতে হিন্দিতে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।” আর এক পাশে লেখা ”জাস্টিস ফর বাংলাদেশ।” তবে, প্রিয়াঙ্কার শুধু নন, সংসদের বাইরে কংগ্রেসের (Congress) অন্য সাংসদেরাও হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version