Saturday, August 23, 2025

স্টাইল স্টেটমেন্টই প্রতিবাদের ভাষা! সোমে ‘প্যালেস্তাইন’-এর পরে মঙ্গলে প্রিয়াঙ্কার ব্যাগে ‘বাংলাদেশ’

Date:

সংসদে তাঁকে দেখে অনেকেই তুলনা টানছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সঙ্গে। তবে, লোকসভায় প্রথমবার পা দিয়েই স্টাইল স্টেটমেন্টকেই প্রতিবাদের ভাষা করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোমবার, প্যালেস্তাইন লেখা ব্যাগের পর মঙ্গলবার তাঁর ব্যাগে হিন্দিতে লেখা ‘বাংলাদেশ’।

সংসদে (Parliament) শীতকালীন অধিবেশনে সোমবারই নজর কেড়েছিল প্রিয়াঙ্কার ব্যাগ। তাঁর প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে কটাক্ষ করেছিল BJP। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গান্ধী পরিবারের মাথা ব্যাথা নেই বলেও খোঁচা দেয় গেরুয়া শিবির। যদিও সোমবার, লোকসভার ভাষণে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের দাবি জানান প্রিয়াঙ্কা। ১৯৭১ -এ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ।
আরও খবর: ভরা লোকসভায় পেশ ‘এক দেশ এক ভোট’ বিল: একযোগে প্রতিবাদ বিরোধী সাংসদদের

মঙ্গলবার, ফের নজরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ব্যাগ। এদিন তিনি অধিবেশনে পা রাখেন ঘিয়ে রঙের একটি ব্যাগ নিয়ে। তাতে হিন্দিতে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।” আর এক পাশে লেখা ”জাস্টিস ফর বাংলাদেশ।” তবে, প্রিয়াঙ্কার শুধু নন, সংসদের বাইরে কংগ্রেসের (Congress) অন্য সাংসদেরাও হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version