রাজধানীতে ফের স্কুলে বোমাতঙ্ক, উদ্বিগ্ন দিল্লি পুলিশ

তাও কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ।আসলে বার বার বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ।

রাজধানীতে ফের স্কুলে বোমাতঙ্ক। নয় নয় করে ৯ দিনে এই নিয়ে পাঁচবার! মঙ্গলবার দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি।ফের এমন হুমকির খবরে নতুন করে আতঙ্ক তৈরি হল।রাজধানীর দমকল বিভাগ (Fire brigade) সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহারে ক্রিসেন্ট পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, বম্ব স্কোয়াড ( bomb squad) । যদিও এদিনও চিরুনী তল্লাশি চালানোর পরেও সন্দেহভাজন কিছু খুঁজে পাওয়া যায়নি।তাও কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ।আসলে বার বার বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ।

গত ১৪ ডিসেম্বর আটটি স্কুলে বোমাতঙ্কের খবর আসে।এর আগে ১৩ ডিসেম্বর ৩০ টি স্কুলে একই কায়দায় ই-মেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ৯ ডিসেম্বর ৪০টি স্কুলে একই ভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ক্রিসেন্ট পাবলিক স্কুল ছাড়াও আরও বেশ কয়েকটি স্কুল এই হুমকি পেয়েছে। স্কুল চত্বর খালি করে দেওয়া হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।