বর্ডার-গাভাস্কর ট্রফি,ব্যাট হাতে দাপট রাহুল-জাদেজার, গাব্বায় চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৯ উইকেট হারিয়ে ২৫২

গাব্বায় চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

বর্ডার-গাভাস্কর ট্রফি। তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ভারতের রান সংখ্যা ৯ উইকেট হারিয়ে ২৫২ । টিম ইন্ডিয়া পিছিয়ে ১৯৩ রানে। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট কে এল রাহুলের। ৮৪ রান করলেন তিনি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশপ্রীত বুমরাহ এবং আকাশ দীপ। এই দুই ব্যাটারের সৌজন্যে ফলো-অন থেকে বাঁচল রোহিত শর্মার দল।

গাব্বায় চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি-রোহিত শর্মা-যশস্বী জসওয়ালরা। তবে প্রথম টেস্টের পর তৃতীয় টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেন কে রাহুল। করলেন ৮৪ রান। তবে তার এই রান হয়ত ভারতকে হারের থেকে বাঁচাতে পারবেন না। তবে লজ্জার হাত থেকে বাঁচালেন। এদিন টিম ইন্ডিয়াকে বাঁচালেন যশপ্রীত বুমরাহ এবং আকাশ দীপও। এই দুই ব্যাটার ফলো-অনের লজ্জাটা ঢাকলেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৪৫ রান। ফলো-অন বাঁচাতে হলে ভারতকে ২৪৬ রান করতে হত। আর সেই কাজটাই করলেন বুমরাহ-আকাশ দীপ। ১০ রানে অপরাজিত বুমরাহ। ২৭ রানে অপরাজিত আকাশ দীপ।

এদিকে ১০ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিনো ব্যাট হাতে ব্যর্থ তিনিরথতবে ব্যাট হাতে দাপট দেখান রবীন্দ্র জাদেজাও। বল হাতে এক উইকেট না পেলেও, ব্যাট হাতে ৭৭ রান করলেন তিনি। ১৬ রান করেন নীতীশ রেড্ডি। অস্ট্রেলিয়ার হয়ে ৪উইকেট প্যাট কামিন্স। ৩ উইকেট না মিচেল স্টার্ক। একটি উইকেট নেন হ্যাজলউড এবং নাথান লিওন।

আরও পড়ুন- এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন শ্রেয়স, কী বললেন তিনি ?