Saturday, November 8, 2025

ট্রাম্পের রাষ্ট্রপতি শপথে অনিশ্চয়তা! মুক্তি মিলল না পর্ন-ঘুষকাণ্ডে

Date:

আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরেও হোয়াইট হাউসে (White House) প্রবেশ অনিশ্চয়তার মধ্যে পড়ল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। পর্ন তারকাকে ঘুষের অভিযোগে প্রাদেশিক আদালতে মুক্তি মিললো না। ফলে হোয়াইট হাউসে ২০ জনুয়ারি প্রবেশের একটি পথ ট্রাম্পের জন্য বন্ধ হয়ে গেল।

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে ম্যানহাটন আদালতের (Manhattan Court) বিচারক ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। পাল্টা দোষ মুক্ত হওয়ার আবেদন জানান ট্রাম্প। দাবি করেছিলেন এই ধরনের অভিযোগ নির্বাচনের আগে ডেমোক্রেট (Democrat) প্রার্থীর প্রচার প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্যই আনা হয়েছে। তবে সেই সময় ডিসেম্বরের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে ছিল গোটা আমেরিকা।

ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচিত হয়েছেন ট্রাম্প (Donald Trump), যার শপথ গ্রহণ (oath taking) ২০ জানুয়ারি। তবে সোমবারের আদালতের শুনানিতে বিচারক দাবি করেন ট্রাম্পের পক্ষে যে প্রমাণ দাখিল করা হয়েছে তা তার মুক্তির জন্য যথেষ্ট নয়। ট্রাম্পের আইনজীবী রাষ্ট্রপতি পদে নির্বাচিত ব্যক্তির সুপ্রিম কোর্টের (Supreme Court) দেওয়া রক্ষাকবচের (immunity) কথা উল্লেখ করেন। অভিযোগ যা এসেছে তা ট্রাম্পের ব্যক্তিগত স্বভাবের সঙ্গে সম্পর্কিত। তাতে জনপ্রতিনিধি হওয়ায় কোনও সমস্যা নেই, দাবি ট্রাম্পের আইনজীবীর। তবে সেই যুক্তিতেও আমল দেননি বিচারক।

সোমবার আদালতে ৪১ পাতার যে পর্যবেক্ষণ প্রকাশিত হয় তাতে উল্লেখ করা হয়েছে অভিযুক্তের পক্ষের তথ্য প্রমাণে ভুল রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় কোন ভুল নেই। পাল্টা ট্রাম্পের আইনজীবী প্রশ্ন তোলেন এই রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে লংঘন করা হচ্ছে। যদিও সেই আপত্তি ধোপে টেকেনি। যার ফলে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ প্রশ্নের মুখে থেকে যাচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version