Friday, August 22, 2025

বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! শ্রীরামপুরের পুরকর্মীর দেহ উদ্ধার হিমাচলে

Date:

হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া যুবকের মৃত্যুর খবর এসে পৌঁছালো শ্রীরামপুরের (Srirampur) বাড়িতে। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও হিমাচল (Himachal Pradesh police) পুলিশের অনুমান পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে অভিজিৎ দত্ত নামে শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) কর বিভাগের ওই কর্মীর। ঘটনায় দ্রুত দেহ সৎকার করা নিয়ে তৎপর হয়েছে শ্রীরামপুর পুরসভা কর্তৃপক্ষ।

শ্রীরামপুর পুরসভা এলাকার কালীতলায় মায়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন অভিজিৎ। কিছুদিন আগে একাই হিমাচলের সিমলা এলাকায় বেড়াতে (solo trip) যান। সোমবার দুপুরে তাঁর মৃত্যুর খবর শ্রীরামপুরে পৌঁছায়। হিমাচল পুলিশ জানায়, রবিবার চেল (Chel) এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা (Junga) এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে শিমলার (Shimla) ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেলে সেখানেই তিনি মারা যান। স্থানীয় পুলিশ অভিজিতের ফোনের সূত্র ধরে তাঁর কর্মস্থান শ্রীরামপুর পুরসভার সঙ্গে যোগাযোগ করে।

শ্রীরামপুর পুরপ্রধান (municipal chairman) গিরিধারী সাহা জানান, তিনি হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয় পুলিশ জানায়, অভিজিৎ অচেতন থাকায় তাঁর বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। পুরপ্রধান আরও বলেন, “অভিজিতের বন্ধুরা এবং সহকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দিল্লিতে থাকা তাঁর এক বন্ধু মঙ্গলবার শিমলায় পৌঁছাবেন। এরপর দেহ সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version