Monday, November 3, 2025

বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! শ্রীরামপুরের পুরকর্মীর দেহ উদ্ধার হিমাচলে

Date:

হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া যুবকের মৃত্যুর খবর এসে পৌঁছালো শ্রীরামপুরের (Srirampur) বাড়িতে। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও হিমাচল (Himachal Pradesh police) পুলিশের অনুমান পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে অভিজিৎ দত্ত নামে শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) কর বিভাগের ওই কর্মীর। ঘটনায় দ্রুত দেহ সৎকার করা নিয়ে তৎপর হয়েছে শ্রীরামপুর পুরসভা কর্তৃপক্ষ।

শ্রীরামপুর পুরসভা এলাকার কালীতলায় মায়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন অভিজিৎ। কিছুদিন আগে একাই হিমাচলের সিমলা এলাকায় বেড়াতে (solo trip) যান। সোমবার দুপুরে তাঁর মৃত্যুর খবর শ্রীরামপুরে পৌঁছায়। হিমাচল পুলিশ জানায়, রবিবার চেল (Chel) এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা (Junga) এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে শিমলার (Shimla) ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেলে সেখানেই তিনি মারা যান। স্থানীয় পুলিশ অভিজিতের ফোনের সূত্র ধরে তাঁর কর্মস্থান শ্রীরামপুর পুরসভার সঙ্গে যোগাযোগ করে।

শ্রীরামপুর পুরপ্রধান (municipal chairman) গিরিধারী সাহা জানান, তিনি হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয় পুলিশ জানায়, অভিজিৎ অচেতন থাকায় তাঁর বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। পুরপ্রধান আরও বলেন, “অভিজিতের বন্ধুরা এবং সহকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দিল্লিতে থাকা তাঁর এক বন্ধু মঙ্গলবার শিমলায় পৌঁছাবেন। এরপর দেহ সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version