বাড়ল দূষণ: রাজধানীতে ফের লাগু কড়া আইন

দিল্লির (Delhi) সর্বশেষ বায়ু দূষণের মাত্রা (AQI) ৪০০ ছাড়িয়েছে। যে ৩৭টি জায়গায় বায়ু দূষণ পরিমাপ করা হয় তার মধ্যে ২৬ টি জায়গাতেই ৪০০ পার

তাপমাত্রার পারদ কমার সঙ্গে সঙ্গে ফের রাজধানীর বায়ু দূষণের পরিমাণ বাড়লো। সাধারণত শীতে বায়ু দূষণের মাত্রা খারাপের দিকে চলে যায়। দিল্লি (Delhi) এবছর দীপাবলির আগে থেকেই সেই পরিস্থিতি জারি ছিল। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর ফের দূষণের মাত্রা যে বাড়বে তা ছিল অবসম্ভাবী। যার জেরে মঙ্গলবার থেকে ফের লাগু হল গ্রাপ স্টেজ ফোর (GRAP stage-IV) কড়াকড়ি।

প্রায় মাসখানেক যানবাহন, নির্মাণকাজ নিয়ে কড়াকড়িতে শিথিলতা আনার পরেই রাজধানী ফের দূষণের কবলে। যার জন্য কমিশন পর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর (CAQM) তরফে লাগু করা হলো গ্রাপ স্টেজ ফোর (GRAP stage-IV)। এর ফলে জরুরি নয় এমন মালবাহী গাড়ি দিল্লিতে প্রবেশ করতে পারবে না। দিল্লিতে শুধুমাত্র এলএনজি (LNG), সিএনজি (CNG), বিদ্যুৎ চালিত গাড়ি এবং বিএসফোর (BS-IV) ডিজেল চালিত মালবাহী গাড়ি চলতে পারবে। রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুৎ সংযোগ, পাইপলাইন তৈরি বা ভাঙ্গার মত কাজ করা যাবে না।

তবে এখনই স্কুল কলেজ বন্ধ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। দিল্লির (Delhi) সর্বশেষ বায়ু দূষণের মাত্রা (AQI) ৪০০ ছাড়িয়েছে। যে ৩৭টি জায়গায় বায়ু দূষণ পরিমাপ করা হয় তার মধ্যে ২৬ টি জায়গাতেই ৪০০ পার করেছে দূষণের মাত্রা। ফলে ফের একবার আইনি কড়াকড়িতে রাজধানীর বাসিন্দারা।