Saturday, November 8, 2025

১০০-র মধ্যে ১০১! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নিয়োগ দুর্নীতিতে বিক্ষোভ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে এবার বিক্ষোভ ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সরকারি নিয়োগের পরীক্ষায় পূর্ণমান ১০০-র মধ্যে এক নিয়োগ প্রার্থী পেলেন ১০১. ৬৬। এই ঘটনায় নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং যথাযথ তদন্ত দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন মধ্যপ্রদেশের চাকরিপ্রার্থীরা (job aspirant)। যদিও মোহন যাদব (Mohan Jadav) সরকারের দাবি নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় এভাবে পূর্ণমানের থেকে বেশি নম্বর পেয়েছেন চাকরিপ্রার্থী।

মধ্যপ্রদেশের বন ও জেল দফতরের (forest and jail department) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় এক নিয়োগ প্রার্থী ১০১.৬৬ নম্বর পেয়েছেন। এরপরই অন্যান্য চাকরিপ্রার্থীরা এই নম্বর নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। প্রশ্নের জেরে মোহন যাদব (Mohan Jadav) সরকার ব্যাখ্যা দেয় তারা স্বাভাবিকীকরণ (normalisation) পদ্ধতিতে এবার নিয়োগের ক্ষেত্রে নম্বর দেওয়াতেই প্রাপ্ত নম্বর পূর্ণমানকে ছাড়িয়ে গিয়েছে। এমনকি দাবি করা হয় এই পদ্ধতিতে নম্বর দিলে পূর্ণমানের (full marks) থেকে বেশি নম্বর ওঠা স্বাভাবিক। আবার তেমনি শূন্যের থেকে কম পাওয়াও স্বাভাবিক এক একজন পরীক্ষার্থীর পক্ষে।

এরই প্রতিবাদে মঙ্গলবার ইন্দোরে (Indore) বিক্ষোভের শামিল হন চাকরিপ্রার্থীরা (job aspirant)। তাঁদের দাবি নিয়োগ প্রক্রিয়ায় স্বাভাবিকীকরণ (normalisation) ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমবার এরকমভাবে পূর্ণমানের থেকে বেশি কেউ পেয়েছে। নিয়োগের পরীক্ষার আগে এভাবে নম্বর দেওয়ার কথা জানানো হয়নি। অথচ নম্বর পাওয়ার পর জানানো হচ্ছে এই কথা। সেই সঙ্গে তাঁরা প্রতিবাদ করেন যেভাবে স্বাভাবিকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই পদ্ধতির বিরুদ্ধেও।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...