Wednesday, December 17, 2025

১০০-র মধ্যে ১০১! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নিয়োগ দুর্নীতিতে বিক্ষোভ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে এবার বিক্ষোভ ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সরকারি নিয়োগের পরীক্ষায় পূর্ণমান ১০০-র মধ্যে এক নিয়োগ প্রার্থী পেলেন ১০১. ৬৬। এই ঘটনায় নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং যথাযথ তদন্ত দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন মধ্যপ্রদেশের চাকরিপ্রার্থীরা (job aspirant)। যদিও মোহন যাদব (Mohan Jadav) সরকারের দাবি নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় এভাবে পূর্ণমানের থেকে বেশি নম্বর পেয়েছেন চাকরিপ্রার্থী।

মধ্যপ্রদেশের বন ও জেল দফতরের (forest and jail department) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় এক নিয়োগ প্রার্থী ১০১.৬৬ নম্বর পেয়েছেন। এরপরই অন্যান্য চাকরিপ্রার্থীরা এই নম্বর নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। প্রশ্নের জেরে মোহন যাদব (Mohan Jadav) সরকার ব্যাখ্যা দেয় তারা স্বাভাবিকীকরণ (normalisation) পদ্ধতিতে এবার নিয়োগের ক্ষেত্রে নম্বর দেওয়াতেই প্রাপ্ত নম্বর পূর্ণমানকে ছাড়িয়ে গিয়েছে। এমনকি দাবি করা হয় এই পদ্ধতিতে নম্বর দিলে পূর্ণমানের (full marks) থেকে বেশি নম্বর ওঠা স্বাভাবিক। আবার তেমনি শূন্যের থেকে কম পাওয়াও স্বাভাবিক এক একজন পরীক্ষার্থীর পক্ষে।

এরই প্রতিবাদে মঙ্গলবার ইন্দোরে (Indore) বিক্ষোভের শামিল হন চাকরিপ্রার্থীরা (job aspirant)। তাঁদের দাবি নিয়োগ প্রক্রিয়ায় স্বাভাবিকীকরণ (normalisation) ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমবার এরকমভাবে পূর্ণমানের থেকে বেশি কেউ পেয়েছে। নিয়োগের পরীক্ষার আগে এভাবে নম্বর দেওয়ার কথা জানানো হয়নি। অথচ নম্বর পাওয়ার পর জানানো হচ্ছে এই কথা। সেই সঙ্গে তাঁরা প্রতিবাদ করেন যেভাবে স্বাভাবিকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই পদ্ধতির বিরুদ্ধেও।

spot_img

Related articles

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...