তারাপীঠ মন্দিরে মোবাইলে না, গর্ভগৃহে গোলাপজল- আলতা ব্যবহারে নিষেধাজ্ঞা!

পৌষ মাসের শুরু থেকেই তারাপীঠ মন্দিরে (Tarapith Temple)প্রতিমা দর্শনে নয়া নিয়ম জারি করল মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে আর মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবেনা। কাউন্টারে জমা রেখে তবেই দর্শনের লাইনে দাঁড়ানো যাবে। পাশাপাশি আর মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না ভক্তরা। এমনকি গর্ভগৃহে গোলাপজল, আলতা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বীরভূমের তারাপীঠ মন্দিরে মঙ্গলবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে। সম্প্রতি মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে মন্দির চত্বরে বিগ্রহ দর্শনের জন্য দুটি লাইন নির্দিষ্ট করা হচ্ছে। এর বাইরে তৃতীয় কোনও লাইন দিয়ে গর্ভগৃহে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে। তার পর বিশেষ লাইন চালু হবে।মন্দির খোলা ও বন্ধের নির্দিষ্ট নিয়ম চালুর পাশাপাশি নির্ধারিত সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। ভক্তেরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না, বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না।মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

একনজরে তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম:-

• মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না
• মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রাখতে হবে ফোন
• ভক্তেরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না
• মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না
• মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক
• পুজোর জন্য মাত্র দুটি লাইন রাখা হবে— একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন
• সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে, তার পর বিশেষ লাইন দিয়ে মন্দিরে যাওয়া যাবে