Thursday, August 21, 2025

আরাবুলকে আইনি নোটিশ শওকতের, ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি

Date:

ভাঙড়ের চালিকাশক্তি কার হাতে থাকবে তা নিয়ে আরাবুল-শওকত তরজা তুঙ্গে। ‘সম্মানহানি’-র অভিযোগে আরাবুল ইসলামকে আইনি নোটিশ ধরিয়েছেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা।সম্প্রতি শওকত মোল্লাকে আক্রমণ করে প্রকাশ্য সভায় আরাবুল ইসলাম বলেছিলেন, ওঁর ছেলে কনট্রাক্টর, বউ কনট্রাক্টর, আত্মীয়রা সকলে কনট্রাক্টর। কোটি কোটি টাকার ব্যবসা হয়। পুরো টাকাটাই শওকত মোল্লা নিয়ে চলে আসেন। তিনি আবার ভাঙড়ের কী উন্নয়ন করবেন! শওকতকে ‘তোলাবাজ’ বলেও কটাক্ষ করেন আরাবুল। তিনি আরও দাবি করেন, ভাঙড়ে ছাতা-কম্বল-শীতবস্ত্র দেওয়ার নাম করে তোলাবাজি করছেন শওকত।

এই মন্তব্যগুলির প্রেক্ষিতে আরাবুলকে আইনি নোটিশ দিয়েছেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন, সম্মানহানির চেষ্টা করছেন এই নেতা।তার আরও সংযোজন, কে কী বলল সেই বিষয়ে আমরা কোনও গুরুত্বই দিই না। লোকজনের দাম বাড়িয়ে লাভ নেই। ও কোন হরিদাস পাল!ভাঙড়ে  একসময় দাপুটে নেতা ছিলেন আরাবুল ইসলাম।যদিও পরে বেশ কিছুদিন বারুইপুর সংশোধনাগারে বন্দি ছিলেন আরাবুল। বর্তমানে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তাঁর হাত ধরে ভাঙড়ে তৃণমূলের সংগঠন আরও মজবুত হয়েছে। লোকসভা নির্বাচনেও সেখানে ভালো ফল করেছে তৃণমূল।অন্যদিকে, ‘হারানো জমি’ ফেরত পেয়ে মরিয়া আরাবুলও।

শওকত আরও বলেন, আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই অসম্মানজনক মন্তব্য করেছেন আরাবুল ইসলাম। তাই তাঁকে আইনি চিঠি দিয়েছি। আশা করি জবাব দেবেন। না হলে আইনের পথেই লড়াই হবে।শুধু আমি নয়, আমার স্ত্রী, মা, বাবা, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। তাকে আইনি চিঠি দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছি। তিনি তা না করলে, কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version