Saturday, November 8, 2025

সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সংযুক্ত আরও ১৩ হাসপাতাল

Date:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য আগেই ‘হেলথ স্কিম’ চালু করেছিলেন। তা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল বেশ কিছু নতুন হাসপাতালকে যুক্ত করে। কিন্তু তারপরও উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা যথার্থ ছিল না। তাই সেই সমস্যা দূরীকরণে ফের উদ্যোগী হল নবান্ন।
উত্তরবঙ্গের আরও কয়েকটি বেসরকারি হাসপাতালকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে এল রাজ্য সরকার। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও আধিকারিকরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নিতে পারবেন সেইসব হাসপাতাল থেকে। ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারবেন সরকারি কর্মীরা।
সম্প্রতি ফের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করানোর জন্য নবান্ন থেকে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় যুক্ত করা হয়েছে মোট ১৩টি বেসরকারি হাসপাতালের নাম। এই ১৩টি নতুন হাসপাতালের মধ্যে সাতটিই উত্তরবঙ্গের। গতবারের তালিকায় উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা কম থাকায় এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন তালিকায় সংযুক্ত হয়েছে শিলিগুড়ির একটি, মালদহের তিনটি, দক্ষিণ দিনাজপুরের দু’টি এবং আলিপুরদুয়ারের একটি বেসরকারি হাসপাতাল।
এ প্রসঙ্গে রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সব হাসপাতাল ও নার্সিংহোম যুক্ত করা হয়েছিল তার সিংহভাগই ছিল কলকাতা এবং শহরতলির। উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা ছিল নগণ্য। রাজ্য সরকারের বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন হাসপাতাল সংযুক্তিকরণকে স্বাগত। উল্লেখ্য, হেলথ স্কিমে সরকারি কর্মী ও পেনশনভোগী প্রাক্তন সরকারি কর্মীরা নিজেদের জন্য ২ লাখ এবং পরিবারের চিকিৎসার জন্য ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেয়ে থাকেন। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমে বেশ কিছু রোগের তালিকা যুক্ত করা হয়েছিল। এবার নতুন হাসপাতাল যুক্ত হওয়ার ফলে সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা আরও বাড়ল।

 

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version