ব্যাংক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার

কলকাতা শহরের আনাচে কানাচে তল্লাশি চালাবার পর এবার ব্যাংক প্রতারণা মামলায় কনকাস্ট স্টিলের (Concast Steel) কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর।

মঙ্গলবার এই মামলার তদন্তে গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ED অভিযান চলে। ২০২২ সালে এসবিআই-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে এই পরিমাণটা দাঁড়ায় প্রায় ছয় হাজার কোটি টাকার কাছাকাছি। ডামি অ্যাকাউন্ট খুলে ব্যাংক জালিয়াতি করা হতো বলে অভিযোগ মিলেছে।সঞ্জয় সুরেকারের বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁর কথায় অসঙ্গতি মেলায় ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।