Wednesday, August 27, 2025

রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির অভিযোগ একটা গেম প্ল্যান, তোপ শোভনদেবের

Date:

রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে এক সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রতাপ চন্দ্র সারাঙ্গি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের পোড় খাওয়া নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ করলেই যে সেটা সত্য হয়ে গেল তা কিন্তু নয়।মানুষ এত বোকা নয়।এখন সংসদের সরাসরি সম্প্রচার হয় টিভিতে। এখন সারা দেশের মানুষ সংসদের সব দেখতে পায়। তাই আমার মনে হয়, এই অভিযোগ ভিত্তিহীন।এটা মেনে নেওয়া যায় না যে রাহুল গান্ধী এমন মারপিট করবেন, যে একজনকে হাসপাতালে যেতে হয়, আর একজনকে আইসিসিইউতে পাঠাতে হয়। এগুলো এক ধরনের গেম প্ল্যান। যেখানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সেখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই। রাহুল গান্ধী একা দুজনকে মেরে হাসপাতাল পাঠিয়ে দিলেন, এটা বাস্তবের সঙ্গে মেলে না।

প্রসঙ্গত, রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে পালটা অভিযোগ করেন, তাকে এবং অন্যান্য কংগ্রেস সাংসদদের বিজেপি সাংসদরা আটকাচ্ছিলেন। এই আবহে মল্লিকার্জুন খাড়গেকে বিজেপি সাংসদরা ধাক্কা দেন বলে পাল্টা অভিযোগ রাহুলের। ঘটনার সূত্রপাত আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যকে ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সংসদ। এই আবেহে সংসদের বাইরে এবং ভিতরে সরব হন বিরোধীরা। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। এহেন পরিস্থিতিতে সংসদের প্রবেশদ্বারে সাংসদদের ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version