ডলারের তুলনায় ভারতে এই প্রথম সর্বনিম্ন দরে পৌঁছল টাকা

দিনের শুরুই হয় সেনসেক্স প্রায় ১১৬২ পয়েন্ট কমে যাওয়া দিয়ে

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে ছাঁটাইয়ের জেরে ধস ভারতের শেয়ার বাজার। ডলারের তুলনায় ইতিহাসে সর্বনিম্ন দরে পৌঁছে গেলে টাকাও। এই প্রথম এক ডলারের মূল্য পেরোল ৮৫ টাকা। হঠাৎই মার্কিন ফেডারাল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেওয়ায় কার্যত ধস নামে বাজারে। বৃহস্পতিবার বাজার খুলতেই ডলারের মূল্য পেরিয়ে যায় ২৫ টাকা। বুধবার বাজার বন্ধের সময় ডলারের মূল্য ছিল ৮৪ টাকা ৯৬ পয়সা। এদিন বাজার খুলতেই সেটা পৌঁছে যায় ৮৫ টাকা ৪ পয়সায়। পরে তা আরও বেড়ে ৮৫ টাকা ৬ পয়সায় দাঁড়ায়।

দিনের শুরুই হয় সেনসেক্স প্রায় ১১৬২ পয়েন্ট কমে যাওয়া দিয়ে। একইভাবে নিফটি ৫০ খাতা খোলে ২৩,৮৭৭.১৫ দিয়ে গতকাল (বুধবার) দিনের শেষে যা ছিল ২৪,১৯৮.৮৫ অর্থাৎ বাজার শুরুই হয় ৩২৯ পয়েন্ট কমে। সর্বমোট ক্ষতির পরিমাণ বিএসই তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৪৪৬.৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি। যার ফলে বৃহস্পতিবার কয়েক মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৬ কোটি টাকা উধাও হয়ে যায়।গত ১৮ ডিসেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভ আচমকাই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেয়। এর ফলে বৃহস্পতিবার ভারতীয় টাকা এই প্রথমবার ৮৫ টাকার উপরে চলে গিয়েছে।