পৌষের সকালে শীতে মন্দা! কাঁপছে উত্তর, দক্ষিণে কমছে ঠান্ডা

বড়দিনের (Christmas Carnival) আগেই শীতের বাজার মন্দা। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে। সপ্তাহ শেষে ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের পর তাপমাত্রা নামতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। যদিও উত্তরবঙ্গে এখনই হাড়কাঁপানো শীতে কাবু পাহাড়বাসী।

জাঁকিয়ে শীতের পরিস্থিতি থেকে দুদিনেই কার্যত শীত ভ্যানিশ। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পর্যটকদের জন্য সুখবর। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আগামিকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতে সর্বনিম্ন ১৬ ডিগ্রির ঘরে পারদ। দিনের তাপমাত্রা উর্ধ্বমুখী।