Monday, November 3, 2025

বেলেঘাটা আই ডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার মাথার খুলি-হাড়গোড়!

Date:

Share post:

এবার বেলেঘাটা আই ডি হাসপাতালের একটি ঘটনায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় রোগীদের। হাসপাতালের ভিতরে ঝোপ থেকে উদ্ধার হয়েছে মানুষের মাথার খুলি ও হাড়গোড়। জানা গিয়েছে, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই জঙ্গল পরিস্কার করছিলেন ২ সাফাই কর্মী। সেই সময়ই মাথার খুলি সহ বহু হাড়গোড় পাওয়া যায়।ওই হাসপাতালেরই এক পরিত্যক্ত মর্গের বাইরে একটি এলাকায় ঝোপ হয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই ভিতর থেকে উদ্ধার হয় মানুষের হাড়। দুই দিন আগেই ওই হাসপাতাল থেকে খুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার আবার উদ্ধার হল হাড়গোড়।

জানা গিয়েছে, মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে। হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়েছিল সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। কী ভাবে সেগুলি এল? কেউ বাইরে থেকে সেগুলো রেখে গিয়েছে না স্বাস্থ্য-শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনও পরিত্যক্ত সামগ্রী-সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, প্রতিদিন হাজার হাজার রোগী বিভিন্ন সংক্রামক রোগ নিরাময়ের জন্য এই হাসপাতালে চিকিৎসা করান। বেশ কয়েক মাস আগে বেলেঘাটা আইডি হাসপাতালে পেছনের অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেডিক্যাল বর্জ্য উদ্ধার করা হয়েছিল। সেই সময়েই হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি উঠেছিল। এর পর সরাসরি হাসপাতালের মর্গের বাইরের জঙ্গলে খুলি উদ্ধার নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...