Sunday, December 28, 2025

বাংলার বাড়ি প্রকল্পের উপভক্তাদের শৌচাগার তৈরির আলাদা টাকা দেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

প্রতি বাড়িতে শৌচাগার নির্মাণ, তার ব্যবহার নিশ্চিত করা-সহ বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার। আর সেই কারণে বাংলার বাড়ি প্রকল্পের উপভক্তাদের শৌচাগার তৈরির জন্য আলাদা করে টাকা দেওয়া হবে। এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়ার কাজ শুরু করেছে। এদের মধ্যে যাদের উপযুক্ত শৌচাগার নেই তাদের তা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্নে সূত্রে খবর। এজন্য তাদের দুই কিস্তিতে আরও ১২ হাজার টাকা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই টাকার জন্য উপভক্তাদের আলাদা করে আবেদন জানাতে হবে। আবাস প্রকল্পের যেসব উপভক্তা ইতিমধ্যেই সরকারি শৌচাগার পেয়েছেন অথচ তা জরাজীর্ণ হয়ে পড়েছে তাদের নতুন বাড়ির সঙ্গে শৌচালয় নতুন করে গড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে রাজ্য সরকার।

বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (এসওপি) জারি করেছিল রাজ্য। সেই এসওপিতেই ঠিক করা হয়েছিল, অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমেই শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে। আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে। রাজ্য পঞ্চায়েত দফতরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হবে শীঘ্রই। ওই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে।

 

spot_img

Related articles

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...