Tuesday, December 16, 2025

বাড়েনি একজনও মহিলা উপভোক্তা! মধ্যপ্রদেশের ‘লাডলি বেহেনা’ নিয়ে সদিচ্ছা ঘিরে প্রশ্ন

Date:

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে নকল করে লাডলি বেহেনা যোজনা (Ladli Behna Yojana) এনেছিল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যকে নির্বাচনে কাজে লাগাতে চেয়েছিল ডবল ইঞ্জিন সরকার। আদতে রাজ্যের মহিলাদের উন্নতিতে যে নজর ছিল না মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিজেপি সরকারের, তা প্রমাণিত নির্বাচনে জিতে ফের বিজেপির ক্ষমতায় আসার এক বছর পরে। মধ্যপ্রদেশ বিধানসভায় মোহন যাদব সরকারই দাবি করছে প্রকল্প ঘোষণা হওয়ার পরে ২০২৩ সালের অগাস্টের পরে আর এই প্রকল্পে কোনও রেজিস্ট্রেশনই হয়নি।

২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল লোকসভা নির্বাচনের (loksabah Election 2024) আগে সেমিফাইনাল। এই নির্বাচনগুলিতে বিরোধীদের পরাস্ত করতে পারলে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকত বিজেপি। সেই লক্ষ্যে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলার মুখ্যমন্ত্রীকে (Chief Minister of Bengal) অনুকরণ করতেও পিছপা হননি। রাতারাতি মহিলাদের মাসিক ১ হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়ার প্রকল্প আনে তারা। তবে প্রকল্প শিবরাজ সরকারের হাত ধরে এলেও তা নিয়ে যে এগোতেই পারেননি মোহন যাদব তা স্পষ্ট সাম্প্রতিক তথ্যে।

বিধানসভায় (Madyapradesh assembly) কংগ্রেসের প্রশ্নের উত্তরে মোহন যাদবের মন্ত্রী জানান ২০২৩ সালের অগাস্ট মাসে শেষবার লাডলি বেহেন প্রকল্পে (Ladli Behna Yojana) মহিলাদের নাম নথিভুক্তিকরণ হয়েছিল। এরপর ১৬ মাস ধরে কোনও নতুন রেজিস্ট্রেশন হয়নি। তবে শিবরাজ আমলে ২০২৩ সালের জুনমাসে মহিলাদের মাসিক হাজার টাকা দেওয়া শুরু হলেও অক্টোবরে মোহন যাদব সরকার সেই মূল্য বাড়িয়ে বছরে ১৫ হাজার, অর্থাৎ মাসিক ১২৫০ টাকা করে দেওয়া শুরু করে। কিন্তু শিবরাজ সিং চৌহানের আমলে নাম নথিভুক্ত করেন ১.২৯ কোটি মধ্যপ্রদেশের মহিলা। যা মোহন যাদবের আমলে নতুন রেজিস্ট্রেশন না হওয়ায় একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এমনকি নতুন সরকার গঠন হওয়ার পরেও একজনই বাড়েনি মহিলা উপভোক্তা।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version