নিজের কথা ও সুরে বড়দিনের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

আত্মপ্রকাশেই মন ছুঁয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। এবার বড়দিনকে সামনে রেখে গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও করেছেন তিনিই।

বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই এ-খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করেছেন। গানের লিঙ্ক শেয়ার করে সকলের উদ্দেশে তিনি লিখেছেন, এই বছরে আমার লেখা ক্রিসমাসের গান ‘বিশ্বপিতা’। গানটি গেয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আমি আশা করছি, এই গানটি আপনাদের সকলের ভাল লাগবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মুখ্যমন্ত্রীর গান ‘শক্তির দীপ এনো ঘরে ঘরে/তুমি প্রভু এসো হৃদয় জুড়ে’ শুনলেন সকলে। গান শেষের পর বহে যায় করতালির ঝড়। এরপর মুখ্যমন্ত্রী লিঙ্ক শেয়ার করার পরই গানটি মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন- দলবিরোধী কাজে কড়া পদক্ষেপ তৃণমূলের, বহিষ্কার ২ তৃণমূল নেতা, সাসপেন্ডের পরে গ্রেফতার তরুণ

_

_

_

_

_

_

_

_