Thursday, August 21, 2025

এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন এমসিএ কর্তা, বললেন , ‘ ও নিজেই ওর নিজের শত্রু’

Date:

বিজয় হাজারে ট্রফিতে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন পৃথ্বী শা। সম্প্রতি মুস্তাক আলিতে সুযোগ পেয়েছিলেন পৃথ্বী। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। আর এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্তা। বললেন , ও নিজেই ওর নিজের শত্রু।

বারবার শিরোনামে উঠে আসছেন পৃথ্বী। তাঁর ফিটনেস, শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দলের পাশাপাশি রঞ্জিট্রফি তে দলে সুযোগ পাননি পৃথ্বী। আইপিএল-এর দলেও কেউ নেয়নি পৃথ্বীকে। তবে মুস্তাক আলিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। যার ফলে বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পাননি পৃথ্বী। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন পৃথ্বী। সেখানে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরেন। সঙ্গে লেখেন, ‘হে ঈশ্বর, আমাকে আর কী কী দেখতে হবে?” আর এরপরই এই নিয়ে মুখ খোলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্তা।

এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ওই কর্তা বলেন, “ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আমরা কার্যত ১০ জন নিয়ে ফিল্ডিং করতাম। কারণ পৃথ্বীকে লুকিয়ে রাখতে হত। ওর পাশ থেকে বল গড়িয়ে গেলেও ধারেকাছে পৌঁছতে পারত না। ব্যাট করার সময়েও বল পর্যন্ত পৌঁছতে পারেছিল না। ওর ফিটনেস, আচরণ, শৃঙ্খলা- সমস্ত কিছু নিয়েই সমস্যা রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা নিয়ম তো হয় না। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং হাবভাব খুব খারাপ। কোনও ক্রিকেটারের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল।“

আরও পড়ুন- ‘প্রাপ্য সম্মান পায়নি’, অশ্বিনের অবসর নিয়ে মুখ খুললেন কপিল দেব

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version