১১ তম নিউ টাউন বইমেলার লোগো প্রকাশিত হল

এরই পাশাপাশি 'কবিতা উৎসব' এই মেলার একটি বাড়তি আকর্ষণ

নিউটাউন বইমেলা কমিটি ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নিউটাউন শহরের স্কোয়ার মাঠে তাদের ১১ তম বইমেলার আয়োজন করেছে। এ বছরও বই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মূল লক্ষ্য ছাড়াও, মেলায় প্রতিদিন বেশ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান থাকছে। শুক্রবার সেই বইমেলার লোগো প্রকাশিত হল।

উদ্যোক্তারা জানান , যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’র শতবর্ষ বছর, তাই এর উপর ভিত্তি করে বেশ কিছু শিল্পকর্ম এবং পদ্য মেলায় বইমেলার গেটকে সাজানো হবে।
এই মেলায় শতাধিক স্বনামধন্য প্রকাশক তাদের সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন। লিটল ম্যাগাজিনের জন্যও আলাদা প্যাভিলিয়ন থাকবে।

তাদের আরও বক্তব্য, বই এবং শিক্ষা অবিচ্ছেদ্য অঙ্গ । তাই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসএনইউ এবং আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও এই মেলায় উপস্থিত থাকবে। থাকবে HIDCO, NKDA।

প্রতিদিন সন্ধ্যায় সেমিনার এবং প্যানেল আলোচনা থাকছে। স্বনামধন্য শিল্পী ও চিত্রশিল্পীরাও তাদের সম্ভার নিয়ে উপস্থিত হবেন। এরই পাশাপাশি ‘কবিতা উৎসব’ এই মেলার একটি বাড়তি আকর্ষণ।

মেলার উদ্বোধন করবেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি জয় গোস্বামী।