Thursday, August 21, 2025

আর জি কর-কাণ্ডকে ‘ব্যবহার’ করে রাজনীতি! নাম না করে CPIM-কে খোঁচা SUCI-এর

Date:

আর জি কর-কাণ্ডকে ‘ব্যবহার’ করেছে ক্ষমতালোভী রাজনৈতিক দল। অভয়ার মৃত্যুর প্রতিবাদে আন্দোলন নিয়ে নাম না করে সিপিএমকে নিশানা করল এসইউসিআই। শুক্রবার রাজ‌্য দফতরে সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগ করেন SUCI-এর রাজ‌্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য (Chandidas Bhattacharjee)। আর জি কর-কাণ্ডে ন‌্যায় বিচারের দাবি এবং সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ‌্যব‌্যপী আন্দোলন সংগঠিত করতে ২১ জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে এসইউসিআই। হেদুয়া থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল হবে।

এদিন নাম না করে সিপিএমকে নিশানা করে আরেক বান্দা এসইউসিআই। তাদের অভিযোগ, যারা নির্বাচনকেন্দ্রিক ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নিজেদের সঁপে দেয়। নির্বাচনী স্বার্থে তারাই গিয়েছিল অভয়ার মঞ্চে। আরজিকর আন্দোলনে ঢুকে বাম এবং অতি বাম এবং দলগুলি যে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল সেই অভিযোগ করেছে শাসকদল তৃণমূলও। এদিন তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গণআন্দোলনের মঞ্চে সিপিএম নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনা করেন এসইউসিআইয়ের রাজ‌্য সম্পাদক চণ্ডীদাস। আর জি কর নিয়ে রাজনীতির পতাকা বিহীন আন্দোলনের মঞ্চে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের যাওয়াও ঠিক হয়নি বলে মত এসইউসিআই নেতৃত্বের।

এর পাশাপাশি তদন্তে সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে অভিযোগ তোলেন এসইউসিআই নেতৃত্ব। তাঁদের মতে, আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই নব্বই দিনে চার্জশিট দিতে না পারায় সকলে হতবাক। অভয়ার বাবা-মা সিবিআই চাইলেও তাঁরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলেন বলে জানান চণ্ডীদাসরা। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, সুব্রত ভৌমিক, অশোক সামন্ত, মৃদুল সরকার-সহ SUCI-এর কেন্দ্রীয় ও রা‌জ‌্য নেতৃত্ব।

আরও পড়ুন- বরাদ্দ হচ্ছে ১০ কোটি! স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করতে উদ্যোগী রাজ্য

_

_

_

_

_

_

_

_

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version