Wednesday, November 5, 2025

দমকলের ১৫ ইঞ্জিনের চেষ্টায় তপসিয়ার আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১২০ ঝুপড়ি

Date:

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই তপসিয়ার বস্তির সব কটি ঝুপড়ি।প্রায় ১২০ টি ঝুপড়ির কোনও কিছুই অবশিষ্ট নেই। শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার ওই বস্তিতে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।  পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ।দমকল সূত্রে জানা গিয়েছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে বস্তিতে আগুন লাগে তার পাশে একটি বহুতলও রয়েছে।জানা গিয়েছে, বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বহু ঝুপড়ি  থেকে  সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে।সব ঝুপড়ির কোনও কিছুই আর নেই। তবু আগুন নিয়ন্ত্রণে আসার পরও, সামান্য কিছু খুঁজে পাওয়ার আশায় বাসিন্দাদের দেখা যায় ছাই সরিয়ে দেখার চেষ্টা করছেন। বস্তির এক বাসিন্দা বলেন, আগুন কিভাবে লেগেছে বলতে পারব না। কিন্তু ওই সময় অধিকাংশ ঘরে রান্না হচ্ছিল।আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল।

দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।  বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল আধিকারিকরা জানিয়েছেন, ঝুপড়ির ভেতর কেউ আটকে নেই। সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version