Friday, August 22, 2025

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বদল আনতে উদ্যোগী বনসল ও রাইস গ্রুপ

Date:

পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে যুগান্তকারী পরিবর্তন আনতে যৌথ উদ্যোগ নিল প্রখ্যাত বনসল ক্লাসেস প্রাইভেট লিমিটেড এবং রাইস গ্রুপ (রাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এগজামিনেশনস প্রাইভেট লিমিটেড)। যৌথ ভাবে বাংলার পড়ুয়াদের পথ দেখাবে ‘রাইস-বনসল ইনস্টিটিউট’, যেখানে থাকবে আইআইটি-জেইই (IIT-JEE) এবং নিট (NEET)-এর মতো পরীক্ষার জন্য শ্রেষ্ঠ মানের কোচিং-এর ব্যবস্থা। বিশেষ পাওনা হিসেবে পড়ুয়ারা পাবেন এই দুই প্রখ্যাত প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতা।

কোটা শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয় এবং পোস্টার প্রকাশের মধ্যে দিয়ে এই সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করে তারা।

বনসল ক্লাসেস প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর সমীর বনসল বলেন, “এই যৌথ সংগঠনের সূচনা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ৪৩ বছর ধরে বনসল ক্লাসেস ভারতের বিভিন্ন কঠিন পরীক্ষাগুলির প্রস্তুতিতে পরিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে এসেছে। আমাদের আশা, রাইস গ্রুপের সহযোগিতায় আমরা আমাদের সফল পদ্ধতিগুলি বাংলার পড়ুয়াদের সঙ্গেও ভাগ করে নিতে পারব। উন্নত প্রযুক্তি ও ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রয়োজন মেটানো হবে।”

এই বিষয়ে রাইস গ্রুপের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় জানান, “১৯৮৫ সাল থেকে রাইস এডুকেশন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রদের পাশেই রয়েছে। বনসল ক্লাসেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় সেই আঞ্চলিক দক্ষতার সঙ্গে মেলবন্ধন ঘটল জাতীয় মানের উৎকর্ষতারও। আশা করি, তা পূর্ব ভারতের ছাত্রদের জন্য বিশ্বমানের সুযোগ সৃষ্টি করবে।”

রাইস-বনসল ইনস্টিটিউট উন্নত শিক্ষাপদ্ধতি, ব্যক্তিগত মেন্টরশিপ, এবং উচ্চমানের শিক্ষায় সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের জন্য এক নতুন যুগের সূচনা করবে বলে আশা।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version