ঘরের মাঠে ব্যাক টু ব্যাক জয় লাল-হলুদের, জামশেদপুরকে হারাল ১-০ গোলে

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রুজোর দল।

ঘরের মাঠে ব্যাক টু ব্যাক জয় ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে হারাল ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠল অস্কার ব্রুজোর দল। লাল-হলুদের সংগ্রহ ১৩ পয়েন্ট। তবে এদিন যেভাবে খালিদ জামিলের দলকে চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। তাতে লাল-হলুদ জিততে ৩ থেকে ৪ গোলে। ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রুজোর দল। যার ফলে সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। দুরন্ত শট নেন আনোয়ার আলি। তবে তাঁর জোরাল শট ফিরে আসে। এরপর সহজ সুযোগ মিস করেন নন্দ কুমার। নন্দ একেবারে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন। এরপর ফের আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল । তবে প্রথমার্ধে জালে বল জড়াতে পারেনি ব্রুজোর দল। যার ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। ‘

তবে দ্বিতীয়ার্ধ যেন আরও আক্রমণাত্মক খেলে লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৬০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন দিয়ামানতাকোস। এরপর ফের সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে। তবে তা কাজে লাগাতে পারেননি ক্লেটন, পিভি বিষ্ণুরা।

আরও পড়ুন-ব্যাট হাতে দাপট অভিষেকের, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল ৬ উইকেটেÂ