পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, কুয়াশার চাদরে বাংলা 

উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুক্রবার রাত থেকে কোথাও রিমঝিম কোথাও ঝমঝম বৃষ্টির (Rain)ছবি ধরা পড়ল। পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকল চারপাশ। কোথাও ৫০ মিটারের নীচে চলে যেতে পারে দৃশ্যমানতা, আশঙ্কা আবহাওয়াবিদদের। একদিকে পর পর পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। আবার অন্যদিকে বৃষ্টি। এই দুইয়ের জেরে ডিসেম্বরে আজকে গেল শীতের ইনিংস। আপাতত দু-তিনদিন তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। পৌষের শুরুতেই বর্ষার আমেজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

শুক্রবার রাত থেকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির শুরু হয়। মাঝারি বৃষ্টি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মহানগরীতে এক ধাক্কায় রাতের তাপমাত্রা বাড়লো পাঁচ ডিগ্রি (কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি)। কার্যত শীত উধাও। শনিবার সকালে ঘন কুয়াশায় দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস। কয়েক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা অনেকটাই কমবে। অন্যদিকে উত্তরে তুষারপাত চলবে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে।