পাকিস্তানের সেনা ছাউনি ঘিরে ফেলে হামলা তালিবানের, নিহত ১৬ জওয়ান

সেনা ছাউনির ওয়্যারলেস (wireless) যোগাযোগ ব্যবস্থার যন্ত্রগুলিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পাহাড়ি এলাকার ওই ছাউনিকে তিনদিক থেকে ঘিরে ফেলে তালিবান (Taliban)

ক্রমশ খারাপ হচ্ছে পাকিস্তানের খাইবার পখতুমখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি। এবার সরাসরি তালিবান হানায় মৃত্যু হল পাক সেনা জওয়ানদের। সেনা ছাউনিতে (Army Base) হামলা চালিয়ে অন্তত ৩০ পাক সেনাকে হত্যার দাবি করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান। যদিও পাকিস্তান সরকারিভাবে তা স্বীকার করেনি। তবে এতদিন যেভাবে ভারতের ভিতরে জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে হামলা ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, তালিবানরাও সেই পন্থা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে।

পাকিস্তানের দাবি তালিবান হামলায় নিহত হয়েছে ১৬ জওয়ান (Pakistan Amry)। আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাতের হামলার দায় স্বীকার করল পাকিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠীর। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়ায় সেনা ছাউনিতে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।

জঙ্গিরা সেনা ছাউনির ওয়্যারলেস (wireless) যোগাযোগ ব্যবস্থার যন্ত্রগুলিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পাহাড়ি এলাকার ওই ছাউনিকে তিনদিক থেকে ঘিরে ফেলে তালিবান (Taliban)। জঙ্গি গোষ্ঠীর দাবি, তারা সেনাবাহিনী মেশিন গান ও রাত্রিচশমা-সহ বহু সামরিক সরঞ্জাম নিজেদের দখলে রেখেছে। তবে এই ঘটনা সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেয়নি পাকিস্তানের সেনাবাহিনী।