Tuesday, January 13, 2026

মন্দারমণির হোটলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ! স্ত্রীর অভিযোগে আটক ‘বান্ধবী’

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের মন্দারমণির হোটলে (Hotel) তৃণমূল নেতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তৃণমূল নেতা আবুল নাসার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অভিযোগ করেছেন মৃতের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে আবুল ‘বান্ধবী’কে আটক করেছে পুলিশ (Police)।

উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে মন্দারমণি (Mandarmoni) বেড়াতে গিয়েছিলেন আবুল। তাঁর স্ত্রী আমডাঙার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধান। এদিন সকালে হোটেলের ঘর থেকে আবুলের ঝুলন্ত দেহ মেলে। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে গিয়েছিলেন, তাঁকে আটক করেছে পুলিশ।

মৃত্যুর খবর বাড়িতে পৌঁছনোর পরেই খুনের অভিযোগ করেন আবুলের স্ত্রী। তৃণমূল নেতার বন্ধুদের দাবি, তিনি আত্মহত্যা করতে পারেন না। তবে, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই বলেই দাবি তাঁদের। আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা আনিসুর রহমান বলেন, “দলের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি। ওঁর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল।“

মন্দারমণি (Mandarmoni) কোস্টাল থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই মৃত্যুর পিছনে সম্পর্কের জটিলতা রয়েছে। তাঁর সঙ্গে বেড়াতে এসে আবুলর বান্ধবী অন্য এক পুরুষের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বলে অভিযোগ। তা নিয়ে দুজনের মনোমালিন্য হয়। তার পরেই হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, “একটি ঝুলন্ত দেহ হোটেলে পাওয়া গিয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ওই ব্যক্তির সঙ্গে থাকা এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে।“

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...