Saturday, May 3, 2025

২০২৩ সাল থেকে প্রচার ও ধরপাকড় চালাচ্ছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswa Sharma) পুলিশ। তা সত্ত্বেও বাগে আনা যায়নি বাল্যবিবাহ। নজরদারির অভাব স্পষ্ট হয় যখন মাত্র ৪৮ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করে অসম পুলিশ (Assam police)। বাল্য বিবাহ (child marriage) রোধে হিমন্ত সরকারের এই নিয়ে তৃতীয় পদক্ষেপ। তবে রাজ্যের প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে প্রচারে যে একেবারেই ব্যর্থ অসম প্রশাসন তা এত বেশি সংখ্যক বাল্যবিবাহের ঘটনাতেই প্রমাণিত হয়।

গ্রামীণ অসমে বাল্যবিবাহের মতো ঘটনার সঙ্গে নারী নির্যাতনের (women atrocity) ঘটনা বাড়ার সম্পর্ক রয়েছে বলে এক সময় স্বীকার করে নিয়েছিল হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswa Sharma) বিজেপি সরকার। ২০২৬ সালের মধ্যে বাল্যবিবাহ (child marriage) বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। এরপরেও শীতে বিয়ের মরশুমের শুরুতে ও শেষে রেকর্ড সংখ্যক বাল্যবিবাহের অভিযোগ জমা পড়ছে প্রশাসনের কাছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৪,৫১৫ টি অভিযোগ জমা পড়েছিল বাল্য বিবাহ নিয়ে। গ্রেফতার করা হয়েছিল ৩,৪৮৩ জনকে। দ্বিতীয় দফায় অক্টোবরে অভিযোগ জমা পড়ে ৭১০টি।

সব ক্ষেত্রেই অভিযুক্ত পরিবারের সঙ্গে দেখা যায় স্থানীয় গ্রামের বাসিন্দাদেরও বাল্য বিবাহে (child marriage) ইন্ধনের অভিযোগে গ্রেফতার করে হিমন্ত (Himant Biswa Sharma) সরকারের পুলিশ। সর্বশেষ ২১ ডিসেম্বর রাত থেকে ২২ ডিসেম্বর বিকাল পর্যন্ত ৩৩৫টি অভিযোগের ভিত্তিতে ৪১৬ জনকে গ্রেফতার করা হয়। একাংশ সমাজকর্মীদের দাবি, অনেক গ্রামীণ ও আদিবাসী এলাকায় বাল্যবিবাহকে বেআইনি মনে করা হয় না। সেই সব জায়গায় এটি প্রথা হিসাবে স্বীকৃতি পায়। ফলে গ্রামের মানুষকে গ্রেফতারে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকছে। অন্যদিকে গ্রামের মানুষদের গ্রেফতার না করে তাঁদের মধ্যে এই প্রথা বন্ধে কোনও প্রচারের উদ্যোগ দেখা যাচ্ছে না।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version